ARK | Hasan
প্রেম তুমি | Prem Tumi - Ark | Lyrics
#Song: Prem Tumi
#Artist: Hasan
#Album: Jonmovumi
#Band: Ark
#Lyrics-
প্রেম তুমি.......
তুমি সূর্যোদয়ের যেনো বুনো কোকিল
সুরেলা কোন মধুবীনা
আর আস্তগামী হলে জোছনাতে
রূপালী চাঁদে ঝি ঝি ডাকা
পড়ন্ত দুপুর ফুলে ফুলে
সুবাসিনী মায়াবিনী
অশান্ত বিকেলের ক্লান্তিতে
দক্ষিণা হাওয়া
তুমি যেনো রংধনু সাত রঙ্গে রং
লুকোচুরি সোনালী ফসলের
নয়নজূড়ী যেনো কাল বৈশাখী প্রলয় শেষে
নতুন দিনের আলোয় সাজানো বনভূমি
প্রকৃতির অকৃত্রিম সুন্দর আলো আঁধারে
তেমনই হে প্রেম তুমি সুন্দর দুটি অন্তরে
প্রেম সত্য প্রেম শাশ্বত প্রেম অবিনশ্বর
এমনও প্রেমের মাঝেই রহিত ঈশ্বর
Posted: Saturday, August 6, 2016
#Album: Jonmovumi
#Band: Ark
#Lyrics-
প্রেম তুমি.......
তুমি সূর্যোদয়ের যেনো বুনো কোকিল
সুরেলা কোন মধুবীনা
আর আস্তগামী হলে জোছনাতে
রূপালী চাঁদে ঝি ঝি ডাকা
পড়ন্ত দুপুর ফুলে ফুলে
সুবাসিনী মায়াবিনী
অশান্ত বিকেলের ক্লান্তিতে
দক্ষিণা হাওয়া
তুমি যেনো রংধনু সাত রঙ্গে রং
লুকোচুরি সোনালী ফসলের
নয়নজূড়ী যেনো কাল বৈশাখী প্রলয় শেষে
নতুন দিনের আলোয় সাজানো বনভূমি
প্রকৃতির অকৃত্রিম সুন্দর আলো আঁধারে
তেমনই হে প্রেম তুমি সুন্দর দুটি অন্তরে
প্রেম সত্য প্রেম শাশ্বত প্রেম অবিনশ্বর
এমনও প্রেমের মাঝেই রহিত ঈশ্বর
Post By: FarhaN Fahidur Rahim
1 মন্তব্য(গুলি)
This comment has been removed by the author.
ReplyDelete