ARK | Hasan
যে যায় ফিরে আসেনা | Je Jay Fire Ashena - Hasan | Lyrics
#Song: Keno Monke Bujhate Parina
#Artist: Hasan
#Composer: Prince Mahmud
#Album: Je Jay Fire Ashena
#Lyrics-
ও মন, এই মন
বোঝাতে পারিনা...
আমারও ছিল কত রাত..
কত নক্ষত্র ভরা রাত..
আমারও আসতো প্রভাত..
সে তো সূর্যের আলোয় ভরা..
ছিল এক স্বপ্ন মানুষ..
ভরে রাখতো গভীর মমতায়..
হটাত সে ঝরো হাওয়াতে..
তাকে কাছ থেকে দূরে নিয়ে যায়..
কেনো মনকে বোঝাতে পারিনা..
যে যায় ফিরে আসেনা..
কেনো ফেলে আসা অতীত কাঁদায় যন্ত্রণায়...
জানিনা কেন জিবনে শুধু আসে প্রলয়..
তীব্র কিছু ভুল স্রোতে আগামী ভেসে যায়..
প্রিয়জন হারিয়ে যে জন..
নিভৃতেই সময় কাটায়..
এ হৃদয়ে এতো তোলপাড়..
কেও তো খবর রাখেনা ...
কেনো মনকে বোঝাতে পারিনা..
যে যায় ফিরে আসেনা..
কেনো ফেলে আসা অতীত কাঁদায়
যন্ত্রণায়...
যে আগুন দৃশ্যমান নয়..
সে পোড়ায় কেন এতো..
যে ফাগুন নিমিষে চলে যায়..
না বোঝে ব্যাথা যত..
প্রিয়জন হারিয়ে যে জন..
নিভৃতেই সময় কাটায়..
এ হৃদয়ে এতো তোলপাড়..
কেও তো খবর রাখেনা..
কেনো মনকে বোঝাতে পারিনা..
যে যায় ফিরে আসেনা..
কেনো ফেলে আসা অতীত কাঁদায়
যন্ত্রণায়...
Posted: Saturday, August 6, 2016
#Artist: Hasan
#Composer: Prince Mahmud
#Album: Je Jay Fire Ashena
#Lyrics-
ও মন, এই মন
বোঝাতে পারিনা...
আমারও ছিল কত রাত..
কত নক্ষত্র ভরা রাত..
আমারও আসতো প্রভাত..
সে তো সূর্যের আলোয় ভরা..
ছিল এক স্বপ্ন মানুষ..
ভরে রাখতো গভীর মমতায়..
হটাত সে ঝরো হাওয়াতে..
তাকে কাছ থেকে দূরে নিয়ে যায়..
কেনো মনকে বোঝাতে পারিনা..
যে যায় ফিরে আসেনা..
কেনো ফেলে আসা অতীত কাঁদায় যন্ত্রণায়...
জানিনা কেন জিবনে শুধু আসে প্রলয়..
তীব্র কিছু ভুল স্রোতে আগামী ভেসে যায়..
প্রিয়জন হারিয়ে যে জন..
নিভৃতেই সময় কাটায়..
এ হৃদয়ে এতো তোলপাড়..
কেও তো খবর রাখেনা ...
কেনো মনকে বোঝাতে পারিনা..
যে যায় ফিরে আসেনা..
কেনো ফেলে আসা অতীত কাঁদায়
যন্ত্রণায়...
যে আগুন দৃশ্যমান নয়..
সে পোড়ায় কেন এতো..
যে ফাগুন নিমিষে চলে যায়..
না বোঝে ব্যাথা যত..
প্রিয়জন হারিয়ে যে জন..
নিভৃতেই সময় কাটায়..
এ হৃদয়ে এতো তোলপাড়..
কেও তো খবর রাখেনা..
কেনো মনকে বোঝাতে পারিনা..
যে যায় ফিরে আসেনা..
কেনো ফেলে আসা অতীত কাঁদায়
যন্ত্রণায়...
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)