MILES
জ্বালা জ্বালা | Jala Jala - Miles | Lyrics
#Song: Jala Jala
#Vocal: Shafin Ahmed
#Album: Prottoy (1996)
#Lyrics -
এ মন কেন মানেনা মানেনা মানেনা
নিঝুম আঁধার কাটেনা কাটেনা কাটেনা
প্রতীক্ষায় জীবন আমার
কেঁদে কেঁদে ক্ষয়ে ক্ষয়ে যায়
হায় জ্বালা জ্বালা জ্বালা এ মন জুড়ে
হায় জ্বালা জ্বালা জ্বালা এ অন্তরে
এতো নিষ্ঠুর কেন হলে
শূন্য বুকে এই মনে ফিরে আসলো আবার
সোনালী স্বপ্নগুলো কেন কাছে এসে
আবার হারিয়ে যায়
হায় জ্বালা জ্বালা জ্বালা এ মন জুড়ে
হায় জ্বালা জ্বালা জ্বালা এ অন্তরে
এতো নিষ্ঠুর কেন হলে
সারাক্ষণ ভাবি তোমাকে কত যে আশায়
রূপালী কোনো মাঝরাতে
প্রেমেরই কবিতা কোথায় হারিয়ে যায়
হায় জ্বালা জ্বালা জ্বালা এ মন জুড়ে
হায় জ্বালা জ্বালা জ্বালা এ অন্তরে
এতো নিষ্ঠুর কেন হলে
এ মন কেন মানেনা মানেনা মানেনা
নিঝুম আঁধার কাটেনা কাটেনা কাটেনা
প্রতীক্ষায় জীবন আমার
কেঁদে কেঁদে ক্ষয়ে ক্ষয়ে যায়
হায় জ্বালা জ্বালা জ্বালা এ মন জুড়ে
হায় জ্বালা জ্বালা জ্বালা এ অন্তরে
এতো নিষ্ঠুর কেন হলে
Posted: Saturday, August 6, 2016
নিঝুম আঁধার কাটেনা কাটেনা কাটেনা
প্রতীক্ষায় জীবন আমার
কেঁদে কেঁদে ক্ষয়ে ক্ষয়ে যায়
হায় জ্বালা জ্বালা জ্বালা এ মন জুড়ে
হায় জ্বালা জ্বালা জ্বালা এ অন্তরে
এতো নিষ্ঠুর কেন হলে
শূন্য বুকে এই মনে ফিরে আসলো আবার
সোনালী স্বপ্নগুলো কেন কাছে এসে
আবার হারিয়ে যায়
হায় জ্বালা জ্বালা জ্বালা এ মন জুড়ে
হায় জ্বালা জ্বালা জ্বালা এ অন্তরে
এতো নিষ্ঠুর কেন হলে
সারাক্ষণ ভাবি তোমাকে কত যে আশায়
রূপালী কোনো মাঝরাতে
প্রেমেরই কবিতা কোথায় হারিয়ে যায়
হায় জ্বালা জ্বালা জ্বালা এ মন জুড়ে
হায় জ্বালা জ্বালা জ্বালা এ অন্তরে
এতো নিষ্ঠুর কেন হলে
এ মন কেন মানেনা মানেনা মানেনা
নিঝুম আঁধার কাটেনা কাটেনা কাটেনা
প্রতীক্ষায় জীবন আমার
কেঁদে কেঁদে ক্ষয়ে ক্ষয়ে যায়
হায় জ্বালা জ্বালা জ্বালা এ মন জুড়ে
হায় জ্বালা জ্বালা জ্বালা এ অন্তরে
এতো নিষ্ঠুর কেন হলে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)