MILES

ধিকি ধিকি | Dhiki Dhiki - Miles Lyrics

#Song: Dhikhi Dhikhi 
#Vocal: Shafin Ahmed 
#Album: Prottasha (1993) 
#Lyrics - 

ধিকি ধিকি আগুন জ্বলে
বুকে নদী বইয়া চলে
ও ও ও…

ভালোবাসি এতো তোরে আগে বুঝি নাই
এখন তোরে কোথায় পাই
উথাল পাথাল বুকের মাঝে
কইরাছি কি ভুল
তাইতো এ মনটা ব্যাকুল

ধিকি ধিকি আগুন জ্বলে
বুকে নদী বইয়া চলে

তোরে ছাড়া এ জীবনে আপন কেহ নাই
এ কথা কেমনে বুঝাই
কোথায় গেলি ফাঁকি দিয়া বইলা গেলিনা
তাই মনে সুখ পাইলামনা

ধিকি ধিকি আগুন জ্বলে
বুকে নদী বইয়া চলে

ধিকি ধিকি আগুন জ্বলে
বুকে নদী বইয়া চলে

Posted: Saturday, August 6, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)