MILES
ধিকি ধিকি | Dhiki Dhiki - Miles Lyrics
#Song: Dhikhi Dhikhi
#Vocal: Shafin Ahmed
#Album: Prottasha (1993)
#Lyrics -
ধিকি ধিকি আগুন জ্বলে
বুকে নদী বইয়া চলে
ও ও ও…
ভালোবাসি এতো তোরে আগে বুঝি নাই
এখন তোরে কোথায় পাই
উথাল পাথাল বুকের মাঝে
কইরাছি কি ভুল
তাইতো এ মনটা ব্যাকুল
ধিকি ধিকি আগুন জ্বলে
বুকে নদী বইয়া চলে
তোরে ছাড়া এ জীবনে আপন কেহ নাই
এ কথা কেমনে বুঝাই
কোথায় গেলি ফাঁকি দিয়া বইলা গেলিনা
তাই মনে সুখ পাইলামনা
ধিকি ধিকি আগুন জ্বলে
বুকে নদী বইয়া চলে
ধিকি ধিকি আগুন জ্বলে
বুকে নদী বইয়া চলে
Posted: Saturday, August 6, 2016
বুকে নদী বইয়া চলে
ও ও ও…
ভালোবাসি এতো তোরে আগে বুঝি নাই
এখন তোরে কোথায় পাই
উথাল পাথাল বুকের মাঝে
কইরাছি কি ভুল
তাইতো এ মনটা ব্যাকুল
ধিকি ধিকি আগুন জ্বলে
বুকে নদী বইয়া চলে
তোরে ছাড়া এ জীবনে আপন কেহ নাই
এ কথা কেমনে বুঝাই
কোথায় গেলি ফাঁকি দিয়া বইলা গেলিনা
তাই মনে সুখ পাইলামনা
ধিকি ধিকি আগুন জ্বলে
বুকে নদী বইয়া চলে
ধিকি ধিকি আগুন জ্বলে
বুকে নদী বইয়া চলে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)