MILES
জাদু | Jadu - Miles | Lyrics
#Song: Jadu
#Vocal: Shafin Ahmed
#Album: Prottasha (1993)
#Lyrics -
শুনো ও প্রিয়া কতো যতনে
একেছি যে তোমায় আমার এই মনে
কি জাদু তোমার প্রেমে
কি জাদু তোমার চোখে
নিরবে বসে দিয়েছো দোলা
মৃদু হাওয়ার মত আমার স্বপনে
কি জাদু তোমার প্রেমে
কি জাদু তোমার চোখে
আমি তোমায় যে চাই
কাছে যেন পাই চিরদিন
একেছি যে তোমায় আমার এই মনে
কি জাদু তোমার প্রেমে
কি জাদু তোমার চোখে
নিরবে বসে দিয়েছো দোলা
মৃদু হাওয়ার মত আমার স্বপনে
কি জাদু তোমার প্রেমে
কি জাদু তোমার চোখে
আমি তোমায় যে চাই
কাছে যেন পাই চিরদিন
তোমায় করেছি আপন
তুমি আমারি জীবন
তুমি যে সকল আশার প্রেরনা
ভেঙ্গে দিয়ো না এ মন
কেরে নিয়ো না স্বপন
তুমি যে আমার শেষ ঠিকানা
নিরবে বসে দিয়েছো দোলা
মৃদু হাওয়ার মত আমার স্বপনে
কি জাদু তোমার প্রেমে
কি জাদু তোমার চোখে
মৃদু হাওয়ার মত আমার স্বপনে
কি জাদু তোমার প্রেমে
কি জাদু তোমার চোখে
আমি তোমায় যে চাই
কাছে যেন পাই চিরদিন
তোমায় করেছি আপন
তুমি আমারি জীবন
তুমি যে সকল আশার প্রেরনা
ভেঙ্গে দিয় না এমন
কেরে নিয় না স্বপন
তুমি যে আমার শেষ ঠিকানা
শুনো ও প্রিয়া কতো যতনে
একেছি যে তোমায় আমার এই মনে
কি জাদু তোমার প্রেমে
কি জাদু তোমার চোখে...
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)