MILES
কতকাল খুঁজবো তোমায় | Kotokal Khujbo Tomay - Miles | Lyrics
#Song: Kotokal Khujbo Tomay
#Vocal: Shafin Ahmed
#Album: Prottasha (1993)
#Lyrics -
শেষ বিকেলের আলোয়
বিষাদ সন্ধ্যায়
চলতে চলতে এই পথে
হঠাত্ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়
মাঝরাতে ঘুম ভাঙে চেয়ে দেখি
আকাশে তারার মেলা
রাতের হিম ঝরে গাছের পাতায় এমন সময়
হঠাত্ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়
মাঝরাতে ঘুম ভাঙে চেয়ে দেখি
আকাশে জোছনার ধারা
উদাসী পাখি কাঁদে চেয়ে শূন্যতায় এমন সময়
হঠাত্ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়
শেষ বিকেলের আলোয়
বিষাদ সন্ধ্যায়
চলতে চলতে এই পথে
হঠাত্ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়
Posted: Saturday, August 6, 2016
বিষাদ সন্ধ্যায়
চলতে চলতে এই পথে
হঠাত্ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়
মাঝরাতে ঘুম ভাঙে চেয়ে দেখি
আকাশে তারার মেলা
রাতের হিম ঝরে গাছের পাতায় এমন সময়
হঠাত্ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়
মাঝরাতে ঘুম ভাঙে চেয়ে দেখি
আকাশে জোছনার ধারা
উদাসী পাখি কাঁদে চেয়ে শূন্যতায় এমন সময়
হঠাত্ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়
শেষ বিকেলের আলোয়
বিষাদ সন্ধ্যায়
চলতে চলতে এই পথে
হঠাত্ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)