MILES

কতকাল খুঁজবো তোমায় | Kotokal Khujbo Tomay - Miles | Lyrics

#Song: Kotokal Khujbo Tomay
#Vocal: Shafin Ahmed 
#Album: Prottasha (1993) 
#Lyrics - 

শেষ বিকেলের আলোয়
বিষাদ সন্ধ্যায়
চলতে চলতে এই পথে
হঠাত্‌ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়

মাঝরাতে ঘুম ভাঙে চেয়ে দেখি
আকাশে তারার মেলা
রাতের হিম ঝরে গাছের পাতায় এমন সময়
হঠাত্‌ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়

মাঝরাতে ঘুম ভাঙে চেয়ে দেখি
আকাশে জোছনার ধারা
উদাসী পাখি কাঁদে চেয়ে শূন্যতায় এমন সময়
হঠাত্‌ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়

শেষ বিকেলের আলোয়
বিষাদ সন্ধ্যায়
চলতে চলতে এই পথে
হঠাত্‌ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়

Posted: Saturday, August 6, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)