Rock 303 Album
তুমি | Tumi - Eclipse | Lyrics
কোন এক রাত্রি হয়ে
আসো তুমি অস্পষ্ট তিথির মত..
ভেজা কাঁচের ওপাশ থেকে
দেখি মেঘ মাখা রূপালি চাঁদ..
বর্ষার স্পর্শ ছোঁওয়া
সন্ধ্যা হয়ে তুমি..
হেঁটে বেড়াও মলিন
চোখের অস্রু ভীর..
শব্ধহীন স্মৃতির সঙ্গী তুমি..
মিশে গেলে দূর পৃথিবীর নীড়..
গোধূলি পথ জুড়ে তুমি..
আঁধার রাতের জল ছবি..
নিরবে হারিয়ে যাও..
দূরের নিভু হাসি..
কাঠ পোড়া শব্ধহীন স্মৃতির
বিমূর্ত তোমার পানে..
দাঁড়ায়ে থাকি নিজ মনে
জলের সাঝে নিরব সুরে..
Posted: Sunday, August 7, 2016
আসো তুমি অস্পষ্ট তিথির মত..
ভেজা কাঁচের ওপাশ থেকে
দেখি মেঘ মাখা রূপালি চাঁদ..
বর্ষার স্পর্শ ছোঁওয়া
সন্ধ্যা হয়ে তুমি..
হেঁটে বেড়াও মলিন
চোখের অস্রু ভীর..
শব্ধহীন স্মৃতির সঙ্গী তুমি..
মিশে গেলে দূর পৃথিবীর নীড়..
গোধূলি পথ জুড়ে তুমি..
আঁধার রাতের জল ছবি..
নিরবে হারিয়ে যাও..
দূরের নিভু হাসি..
কাঠ পোড়া শব্ধহীন স্মৃতির
বিমূর্ত তোমার পানে..
দাঁড়ায়ে থাকি নিজ মনে
জলের সাঝে নিরব সুরে..
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)