CRYPTIC FATE
অন্ধ | Ondho - Cryptic Fate | Lyrics
#Song: Ondho
#Album: Rock 404
#Band: Cryptic Fate
#Lyrics-
আমার শরীর জুড়ে আজ বেদনাজড়িত
আঘাতের ছাপে স্পষ্ট তোমার
হাতেরই অপমান, মুখেরই অপবাদ
ভেবেছ আমাকে ভৃত্য
রাখো, তোমার স্মৃতি, তোমার ইতি
টেনে দেব আমি
মুছো, কুমির কান্না আমাকে নাড়ে না
চোখ খুলে এত কেনো অন্ধ?
ও পাখি, শান্ত পায়রা
উড়ে উড়ে ঘুরে আকাশ পায় না
করবি কী করিস ডানা মেলে
আকাশ গেছে মুছে নিকষ আঁধারে
আকাশ গেঁথে নিকষ আঁধার
এইবার বলি, ছোট্ট কলি
ফুল হবে কোন আশায়?
সুন্দর তুমি বুঝবে যখনি
পেড়ে নিবে তোমায়
অন্ধ আমি অন্ধ তুমি অন্ধ দুনিয়ায়
বন্ধ চোখে ছন্দ পতন
স্তব্ধ জীবন, ক্লান্ত এ মন
তোমার পাশে দাঁড়ায়
অযথা তোমায় হারায়
শুধুই তোমায় কাঁদায়
নিঃশেষ, করেছ আমাকে, কেড়েছ সব সুখ
দিয়েছ যত দুঃখের বোঝা এই ঘাড়
বেঁকেছে সে ভারে, নুয়েছে যে মাথা
তবু ভাঙেনি মেরুদণ্ড আমার
সর্বশক্তি, সর্বযুক্তি, করব প্রয়োগ
তোমার এই অন্ধ আপোষ, অন্ধ বিশ্বাস
অন্ধ আক্রোশ ভাঙতে
ওরে ওঝা, করবি কী রে কর
জাদু-টোনা, শাপে হবে বর
ঝাঁড়-ফুক করে হবে কী যে আর?
আকাশ গেছে মুছে, চারিদিকে আঁধার
Posted: Wednesday, August 24, 2016
#Album: Rock 404
#Band: Cryptic Fate
#Lyrics-
আমার শরীর জুড়ে আজ বেদনাজড়িত
আঘাতের ছাপে স্পষ্ট তোমার
হাতেরই অপমান, মুখেরই অপবাদ
ভেবেছ আমাকে ভৃত্য
রাখো, তোমার স্মৃতি, তোমার ইতি
টেনে দেব আমি
মুছো, কুমির কান্না আমাকে নাড়ে না
চোখ খুলে এত কেনো অন্ধ?
ও পাখি, শান্ত পায়রা
উড়ে উড়ে ঘুরে আকাশ পায় না
করবি কী করিস ডানা মেলে
আকাশ গেছে মুছে নিকষ আঁধারে
আকাশ গেঁথে নিকষ আঁধার
এইবার বলি, ছোট্ট কলি
ফুল হবে কোন আশায়?
সুন্দর তুমি বুঝবে যখনি
পেড়ে নিবে তোমায়
অন্ধ আমি অন্ধ তুমি অন্ধ দুনিয়ায়
বন্ধ চোখে ছন্দ পতন
স্তব্ধ জীবন, ক্লান্ত এ মন
তোমার পাশে দাঁড়ায়
অযথা তোমায় হারায়
শুধুই তোমায় কাঁদায়
নিঃশেষ, করেছ আমাকে, কেড়েছ সব সুখ
দিয়েছ যত দুঃখের বোঝা এই ঘাড়
বেঁকেছে সে ভারে, নুয়েছে যে মাথা
তবু ভাঙেনি মেরুদণ্ড আমার
সর্বশক্তি, সর্বযুক্তি, করব প্রয়োগ
তোমার এই অন্ধ আপোষ, অন্ধ বিশ্বাস
অন্ধ আক্রোশ ভাঙতে
ওরে ওঝা, করবি কী রে কর
জাদু-টোনা, শাপে হবে বর
ঝাঁড়-ফুক করে হবে কী যে আর?
আকাশ গেছে মুছে, চারিদিকে আঁধার
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)