- Bangla Movie Song -

দূরে দূরে থাকা | Dure Dure Thaka - Lal Tip | Lyrics

শিরোনামঃ দুরে দুরে থাকা
কন্ঠঃ কনা/ কাজী শুভ
সঙ্গীতঃ ফুয়াদ
মুভিঃ লাল টিপ


দুরে দুরে থাকা মানে দুরত্ব বেশী নয়..
কাছাকাছি থাকলে হয়তো
থমকে যেতো এ সময়..

বাতাস বলে এসেছিলে স্বপ্ন ছুয়েছি তোমাকে..
তোমার স্পর্শ আছে ঘিরে অচেনা এই কোলাহলে..
পেতে চাই তোমায় নিরব ভোরে..
শিশির ভেজা সবুজ ঘাসে..
পেতে চাই তোমায় অস্থিরতায়..
অসম্ভবের শেষ সীমান্তে..

পেতে চাই তোমায় নিরব ভোরে..
শিশির ভেজা সবুজ ঘাসে..
পেতে চাই তোমায় শত পূর্ণতায় প্রবাসে..

স্বপ্নেরা ঠিকই আছে তোমার কাজলরেখায়
সেই স্বপ্ন আমার চোখে তোমাকেই শুধু চায়

দুরে দুরে থাকা মানে দুরত্ব বেশী নয়..
কাছাকাছি থাকলে হয়তো..
থমকে যেত এ সময়..
বাতাস বলে এসেছিলে..
স্বপ্ন ছুয়েছি তোমাকে..
তোমার স্পর্শ আছে ঘিরে..
অচেনা এই কোলাহলে..

পেতে চাই তোমায় নিরব ভোরে..
শিশির ভেজা সবুজ ঘাসে..
পেতে চাই তোমায় অস্থিরতায়..
অসম্ভবের শেষ সীমান্তে......

Posted: Sunday, August 28, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)