CRYPTIC FATE

রাগ | Raag - Cryptic Fate | Lyrics

#Song: Raag
#Album: Danob
#Band: Cryptic Fate
#Lyrics-

কিভাবে আমাকে তুমি বলবে
কিভাবে আমাকে শান্ত করবে
আত্মঘাতী ধংশযজ্ঞ
রাতারাতি যুদ্ধ ক্ষেত্র
উন্মাদনায় সবাই মত্ত
অস্ত্র জোরে সব কেড়ে নেয়
হিংস্র চোখে সব দেখে যায়
সীমাহীন এই অপমান যে
সহ্য করতে পারি না

মাথায় ওঠে রাগ রক্ত গরম রাগ
ইচ্ছা করে ওদের ধরে ঠান্ডা মাথায়
হাসি মুখে গলা টিপে হত্যা করি

কিভাবে আমাকে তুমি বলবে
ওদের বিরুদ্ধে কিছু না করতে
জানোয়ারের পর্যায় এরা
করেছি ওদেরকে জেরা
ওদের জীবন ছিনতাই করতে
কি যে আনন্দ

মাথায় ওঠে রাগ রক্ত গরম রাগ
ইচ্ছা করে ওদের ধরে ঠান্ডা মাথায়
হাসি মুখে গলা টিপে হত্যা করি

Posted: Saturday, October 15, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)