CRYPTIC FATE
প্রেম | Prem - Cryptic Fate | Lyrics
#Song: Prem
#Album: Agontuk 2 [Mixed]
#Band: Cryptic Fate
#Lyrics-
জ্বলছে... জ্বলে পুড়ে মর
ভাঙ্গছে... ভেঙ্গে চুরে পড়
প্রেমেরই অশান্তিতে, তোমাকে ছুঁড়ে দিয়ে
ভালোবাসার ঘোরে, তোমাকে হাজির করে
হঠাৎ সে বলে বসে, এভাবে আর হবে না
ফিরে যাও তুমি, নও আমার ঠিকানা
ধ্বংস... ওলট পালট সব
নিঃস্ব... হারানোর উৎসব
প্রেমেরই অশান্তিতে, তুমি সব ভুলে গিয়ে
ভালোবাসার ঘোরে, সবকিছু ছেড়ে দিয়ে
গানেরই কথা মতো, হয়ে গেছো একলা
পাখি উড়ে গেছে, চোখে নতুন ঠিকানা
আজকে তুমি অচল, বিছানা বন্দী আমি
আজকে তোমার মন, ধ্বংস প্রতিচ্ছবি
ছবি... ধ্বংস ছবি
কেনো মিছেমিছি করো রাগ
কেনো ঘুরেফিরে অপবাদ
যা চলে গেছে তা ভুলে যাও
নতুন করে কাউকে
খুজে নাও, খুজে নাও
নতুন করে খুজে নাও
খুজে নাও নতুন করে খুজে নাও
Posted: Saturday, October 15, 2016
#Album: Agontuk 2 [Mixed]
#Band: Cryptic Fate
#Lyrics-
জ্বলছে... জ্বলে পুড়ে মর
ভাঙ্গছে... ভেঙ্গে চুরে পড়
প্রেমেরই অশান্তিতে, তোমাকে ছুঁড়ে দিয়ে
ভালোবাসার ঘোরে, তোমাকে হাজির করে
হঠাৎ সে বলে বসে, এভাবে আর হবে না
ফিরে যাও তুমি, নও আমার ঠিকানা
ধ্বংস... ওলট পালট সব
নিঃস্ব... হারানোর উৎসব
প্রেমেরই অশান্তিতে, তুমি সব ভুলে গিয়ে
ভালোবাসার ঘোরে, সবকিছু ছেড়ে দিয়ে
গানেরই কথা মতো, হয়ে গেছো একলা
পাখি উড়ে গেছে, চোখে নতুন ঠিকানা
আজকে তুমি অচল, বিছানা বন্দী আমি
আজকে তোমার মন, ধ্বংস প্রতিচ্ছবি
ছবি... ধ্বংস ছবি
কেনো মিছেমিছি করো রাগ
কেনো ঘুরেফিরে অপবাদ
যা চলে গেছে তা ভুলে যাও
নতুন করে কাউকে
খুজে নাও, খুজে নাও
নতুন করে খুজে নাও
খুজে নাও নতুন করে খুজে নাও
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)