WARSITE

শেষ বিদায় | Sesh Biday - Warsite | Lyrics

যেতে চাইলে চলে যাওয়া যায়
মনের মাঝে দাগ কেটে রয়..
ছোঁব বলে বেঁধেছি দু'হাত
নিরাশায় বসবাস..
এই মনের গভীরে যত সুর
আর যত লয়ে সবই জানায়..
তোমায় বিদায়.. তোমায় বিদায়....

মানুষ হলে স্বপ্ন তো থাকবেই
তাই বলে সব সত্য হবার নয়..
যা কিছু শুরু হয় তার শেষ হবেই
এই নিয়ম বদলাবার নয়..
আজ নেই তাই বলার কথা
আর না প্রতীক্ষা..
যাও চলে যাও তোমায়
জানাই বিদায়.. জানাই বিদায়....

এখনই সময় স্মৃতি মুছে দেয়ার
হাসি মুখে তাই জানাই বিদায়..
তোমায় নিয়ে লিখেছি গান
ভেবোনা তাই করছি অভিনয়..
আজ এখানে শেষ হবে সব
তোমায় জানিয়ে বিদায়....

তোমার কান্না আমাকে আর ভাবায় না..
তোমার রক্ত আমাকে আর স্পর্শ করবে না..
তুমি ভেবেছ তোমার সাজানো
গল্পগুলো আমি মেনে নিয়েছি..
না কখনোই না বরং
আমি তোমাকে ঘৃণা করতে চাই নি..
কিন্তু তুমি আমাকে হত্যা করেছ বার বার..
নির্লজ্জের মত হয়তো আমাকে অস্বীকার করবে
কিন্তু তোমার শরীর আমাকে কখনো ভুলবে না..

ভাবতে পারো আমি স্বার্থপর
তবে মিথ্যে নয় এই কণ্ঠস্বর....

Posted: Wednesday, October 19, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)