WARSITE

দূষিত সত্ত্বা ২ | Dushito Shotta 2 - Warsite | Lyrics

মৃত্যুর এই শহরে কেউ নেই চারপাশে
জেগে একা নরকের প্রহরী
মৃত্যুর এই কুৎসিত রাতে
দাঁড়িয়ে আছে নরকের দেবতা
দোজকের দরজা খুলে
অট্টহাসি করে বারে বারে
ডাকছে আমায় ঐ আঁধারে

পেছন থেকে আঁকড়ে ধরে আমায়
অদৃশ্যের কাছে চাইছি ক্ষমা
আমার দূষিত সত্ত্বা জেগে থাকে মৃত্যুর উৎসবে
চায় শুধু আজ একটু সময় মুছে দিতে
সব পাপ যত অভিশাপ আমায় ঘিরে

আর্তচিৎকার বুকের ভেতরে
হারিয়ে বেঁচে থাকার অধিকার
গড়ছে তাই নিজের সমাধি
ধ্বংসাত্মক এই আত্মার
স্বার্থের নিষিদ্ধ প্রলোভন
অভিশপ্ত করেছে আমায়
অন্ধ তাই আমার দু'চোখ
সত্য মিথ্যের তাড়নায়

পেছন থেকে আঁকড়ে ধরে আমায় আমার এই পাপ
অদৃশ্যের কাছে চাইছি ক্ষমা, ক্ষমা করো আমায়
এখন আছি দাঁড়িয়ে মহাকালের শেষ রঙ্গনে
ফিরে তাকাই পুরনো জীবন, জীবনে

Posted: Wednesday, October 19, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)