WARSITE
ক্রোধ | Krodh - Warsite | Lyrics
#Song: Krodh
#Album: Juddher Chorus
#Band: Warsite
#Lyrics -
আমায় কিভাবে নিঃস্ব করবে বলো..
কেঁড়ে নাও সব আমার
পারবে না তবু হারাতে..
Posted: Wednesday, October 19, 2016
আগে আয়নায় দাঁড়িয়ে
নিজের দিকে তাকিয়ে দেখো..
নিজের দিকে তাকিয়ে দেখো..
নিঃশ্বাসে তোমার পাপের গন্ধ..
তোমার ধ্বংস ঘনিয়ে আসছে শোনো..
কেঁড়ে নাও সব আমার
পারবে না তবু হারাতে..
শেষ হবে এই খেলা
আমার মৃত্যুর শেষে..
আমার মৃত্যুর শেষে..
নিভিয়ে যাবো আলো তোর ঘরে
অশান্ত কোন ঝড়ে..
কেঁড়ে নিবো অধিকার চিরতরে
ক্রোধের আক্রমণে..
ক্রোধের আক্রমণে..
রক্ত পিয়াসী মন রক্ত চেয়েছে..
আমি তোর রক্ত চাই..
ক্রোধের অণল আবার জ্বলছে..
পুড়ে তুই হবি ছাই..
যত লেখায় যত ঘৃণা..
করছে সব তোকে ইশারা..
যেনে রাখ থামবে না কখনও এই যুদ্ধ..
আমার প্রতিটি শিরায় শুধুই গাঢ় অন্ধকার..
ঘৃণা আর হণনের নেশায় শেষ যুদ্ধে..
নিভিয়ে যাবো আলো তোর ঘরে
অশান্ত কোন ঝড়ে..
কেঁড়ে নিবো অধিকার চিরতরে
ক্রোধের আক্রমণে..
মুছে যাবে সব মিথ্যে অহংকার..
মুখ থুবরে থাকবি পরে আধারে..
ঘৃণা আমার আরো তীব্র হবে..
মিশে যাবে তোকে নষ্ট মস্তিষ্কে..
এখন কেনো হাসতে লাগে ভয়..
পাপ করলে শাস্তি তার পেতেই হয়..
খেলা শেষে হোক যতই রক্তপাত..
জেনে রাখিস হবে আমার জয়..
ক্রোধের আক্রমণে..
মুছে যাবে সব মিথ্যে অহংকার..
মুখ থুবরে থাকবি পরে আধারে..
ঘৃণা আমার আরো তীব্র হবে..
মিশে যাবে তোকে নষ্ট মস্তিষ্কে..
এখন কেনো হাসতে লাগে ভয়..
পাপ করলে শাস্তি তার পেতেই হয়..
খেলা শেষে হোক যতই রক্তপাত..
জেনে রাখিস হবে আমার জয়..
Post By: FarhaN Fahidur Rahim
1 মন্তব্য(গুলি)
tui beda boshe saradin eishob koros. kam kaj nai. eita theikka taka kamaile toh ekta kotha asilo.
ReplyDelete