WARSITE
অতীতের মহাকাল | Otiter Mohakaal - Warsite | Lyrics
আমায় লুকিয়ে রেখেছ কেনো
অন্ধকারে হারিয়ে ফেলেছ
আমার অস্তিত্ব
আমি আছি ভিড়ে
তোমার ছায়া হয়ে
আসব আমি ফিরে
তোমার নিঃশ্বাসে
আমার জন্ম তোমার ভিতরে
জ্বালবো আগুন জলে
সত্য হারায় অতীতের মহাকালে
শিকল দিয়ে আঁকড়ে ধরে
বারে বারে করেছ প্রশ্নবিদ্ধ
আমার অস্তিত্ব
হতাশায় ঠেলে দিয়ে
করতে চেয়েছ নিশ্চিহ্ন, নিশ্চিহ্ন
আজও আছি বেঁচে
তোমার গভীরে
মিথ্যের সাক্ষী হয়ে
তোমার নিঃশ্বাসে
কান পেতে শুনি
ডাকছো আমায় তুমি
অতীত হতে আবার ভবিষ্যতে
Posted: Thursday, October 20, 2016
অন্ধকারে হারিয়ে ফেলেছ
আমার অস্তিত্ব
আমি আছি ভিড়ে
তোমার ছায়া হয়ে
আসব আমি ফিরে
তোমার নিঃশ্বাসে
আমার জন্ম তোমার ভিতরে
জ্বালবো আগুন জলে
সত্য হারায় অতীতের মহাকালে
শিকল দিয়ে আঁকড়ে ধরে
বারে বারে করেছ প্রশ্নবিদ্ধ
আমার অস্তিত্ব
হতাশায় ঠেলে দিয়ে
করতে চেয়েছ নিশ্চিহ্ন, নিশ্চিহ্ন
আজও আছি বেঁচে
তোমার গভীরে
মিথ্যের সাক্ষী হয়ে
তোমার নিঃশ্বাসে
কান পেতে শুনি
ডাকছো আমায় তুমি
অতীত হতে আবার ভবিষ্যতে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)