WARSITE
অর্থহীন | Orthohin (Bassbaba-ft) - Warsite | Lyrics
যদি আমায় দেখে চেনা মনে হয়..
কাছে এসে ডেকো আমায়
যদি তোমার ইচ্ছে হয়..
কাছে এসে বসো পাশে
একটু না হয় হাসলে আজ..
ভুলে কি গেছো তুমি সেই সন্ধ্যা সেই রাত..
আজকের এই সময়টা না হয় তোমার..
পুরনো স্মৃতি নতুন এই কথা..
রাঙিয়ে দাও উড়িয়ে দাও
মনের সব কষ্ট গুলো..
ফিরে যাও চলো আবার
দূরে কোথাও দূর অজানায়..
শুনেছি ভালোই আছো আমায় ফেলে একা..
তবুও কি হারাও তুমি অদ্ভুত এক শুন্যতায়..
দোষগুলো না হয় আমারি ছিলো তবে..
ভুল করে ভুলে যাওয়া ভুল..
এতটা কাছে থেকেও দূর হতে আরও বহুদূর..
আছে সবই ছিল যেমন..
নেই শুধু তুমি আগেরই মতো..
রাঙ্গিয়ে দাও উড়িয়ে দাও
মনের সব কষ্ট গুলো..
ফিরে যাও চলো আবার
দূরে কোথাও দূর অজানায়..
Posted: Thursday, October 20, 2016
কাছে এসে ডেকো আমায়
যদি তোমার ইচ্ছে হয়..
কাছে এসে বসো পাশে
একটু না হয় হাসলে আজ..
ভুলে কি গেছো তুমি সেই সন্ধ্যা সেই রাত..
আজকের এই সময়টা না হয় তোমার..
পুরনো স্মৃতি নতুন এই কথা..
রাঙিয়ে দাও উড়িয়ে দাও
মনের সব কষ্ট গুলো..
ফিরে যাও চলো আবার
দূরে কোথাও দূর অজানায়..
শুনেছি ভালোই আছো আমায় ফেলে একা..
তবুও কি হারাও তুমি অদ্ভুত এক শুন্যতায়..
দোষগুলো না হয় আমারি ছিলো তবে..
ভুল করে ভুলে যাওয়া ভুল..
এতটা কাছে থেকেও দূর হতে আরও বহুদূর..
আছে সবই ছিল যেমন..
নেই শুধু তুমি আগেরই মতো..
রাঙ্গিয়ে দাও উড়িয়ে দাও
মনের সব কষ্ট গুলো..
ফিরে যাও চলো আবার
দূরে কোথাও দূর অজানায়..
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)