Mixed - Band
যাদুর শহর | Jadur Shohor - Chirkutt | Lyrics
Song: জাদুর শহর
কবি হাসে টাকা ভাসে
গঙ্গা বুড়ির শহরে
আসমান তুই কাঁদিস কেনো
অট্রালিকার পাহাড়ে
মিছে হাসি মিছে কান্না
পথে পথের আড়ালে
গ্রীন সিগনাল রেড ওয়াইন
দেয়ালে দেয়ালে
এই শহর যাদুর শহর
প্রানের শহর ঢাকারে
নিয়নের রাস্তায় স্বপ্নের ভোর হয়
মিছিলের নগরে অমৃত আশ্রয়
অলি থেকে গলিতে গলি ছেড়ে রাজপথ
শহুরে চৌকাঠ, বিবাগী জনমত
এই শহর, যাদুর শহর
প্রাণের শহর ঢাকারে
এই শহর, যাদুর শহর
প্রাণের শহর আহারে
জাদুকর হেঁটে যায় খুব উচ্ছন্নে
হুইসেল, পটাকা রামভোর হন্নে
ললনার ছলনা শহরের বুকে চির
রাস্তায় রাস্তায় ফুটপাত অস্থির
এই শহর, যাদুর শহর
প্রাণের শহর ঢাকারে
এই শহর, যাদুর শহর
প্রাণের শহর আহারে
Posted: Saturday, December 3, 2016
কবি হাসে টাকা ভাসে
গঙ্গা বুড়ির শহরে
আসমান তুই কাঁদিস কেনো
অট্রালিকার পাহাড়ে
মিছে হাসি মিছে কান্না
পথে পথের আড়ালে
গ্রীন সিগনাল রেড ওয়াইন
দেয়ালে দেয়ালে
এই শহর যাদুর শহর
প্রানের শহর ঢাকারে
নিয়নের রাস্তায় স্বপ্নের ভোর হয়
মিছিলের নগরে অমৃত আশ্রয়
অলি থেকে গলিতে গলি ছেড়ে রাজপথ
শহুরে চৌকাঠ, বিবাগী জনমত
এই শহর, যাদুর শহর
প্রাণের শহর ঢাকারে
এই শহর, যাদুর শহর
প্রাণের শহর আহারে
জাদুকর হেঁটে যায় খুব উচ্ছন্নে
হুইসেল, পটাকা রামভোর হন্নে
ললনার ছলনা শহরের বুকে চির
রাস্তায় রাস্তায় ফুটপাত অস্থির
এই শহর, যাদুর শহর
প্রাণের শহর ঢাকারে
এই শহর, যাদুর শহর
প্রাণের শহর আহারে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)