Mixed Mp3 Songs
মায়া | Maya | Lyrics
কেউ যখন আর নেই পাশে
তন্দ্রা মগন কোনো আকাশে
দূর সময়ের নিঃশাষে গোধুলির খেলা
দিন শেষে নিয়ে আসে মায়া…
তোর পানে মায়া…তোর গানে মায়া…
তোর কাছে যাই চলে
শান্ত নদী ঢেউ ডাকে আছে
সন্ধ্যা নামে সপন ফিরে পাছে
রুপকথা জীবনে তবু রয়ে যায়
সাদা কালো যা ছিলো সেখানে রংধনু মায়া…
তোর পানে… তোর খেলা সে খেলা …
সে খেলা মিছে খেলা…গোধুলির খেলা
দিন শেষে নিয়ে আসে মায়া
তোর পানে মায়া…তোর গানে মায়া…
তোর কাছে যাই চলে
ভুলে যাবার তেমন আর কিছু নেই
তবু তোর কথা মনে পরলেই
রংধনু উঠে আকাশের সীমানায়
যাচ্ছে চলে সবি তো শুধু চিরস্থায়ি মায়া…
তোর পানে… তোর খেলা সে খেলা …
সে খেলা মিছে খেলা…গোধুলির খেলা
দিন শেষে নিয়ে আসে মায়া…তোর পানে মায়া…
তোর গানে মায়া…তোর কাছে যায় চলে
Posted: Saturday, December 3, 2016
তন্দ্রা মগন কোনো আকাশে
দূর সময়ের নিঃশাষে গোধুলির খেলা
দিন শেষে নিয়ে আসে মায়া…
তোর পানে মায়া…তোর গানে মায়া…
তোর কাছে যাই চলে
শান্ত নদী ঢেউ ডাকে আছে
সন্ধ্যা নামে সপন ফিরে পাছে
রুপকথা জীবনে তবু রয়ে যায়
সাদা কালো যা ছিলো সেখানে রংধনু মায়া…
তোর পানে… তোর খেলা সে খেলা …
সে খেলা মিছে খেলা…গোধুলির খেলা
দিন শেষে নিয়ে আসে মায়া
তোর পানে মায়া…তোর গানে মায়া…
তোর কাছে যাই চলে
ভুলে যাবার তেমন আর কিছু নেই
তবু তোর কথা মনে পরলেই
রংধনু উঠে আকাশের সীমানায়
যাচ্ছে চলে সবি তো শুধু চিরস্থায়ি মায়া…
তোর পানে… তোর খেলা সে খেলা …
সে খেলা মিছে খেলা…গোধুলির খেলা
দিন শেষে নিয়ে আসে মায়া…তোর পানে মায়া…
তোর গানে মায়া…তোর কাছে যায় চলে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)