Tahsan
অপেক্ষার উপেক্ষা | Opekkhar Upekkha - Tahsan | Lyrics
সে আর এক জীবনে
তোমায় নিয়ে কত প্রশ্ন ছিল
যা জানবার ছিলো
তার এক উত্তর জেনে
তোমায় পূজেছিলাম
আজ আমি তোমায় ছাড়া নিঃস্ব সব নিয়ে
যা চেয়েছিলাম সব দিয়েছো
নেই তুমি আজ আমাতে
তাই ফিরে চাই আমি তোমাকে
আপন করে নাও তুমি আবার আমাকে
আজ অপেক্ষার শেষ দিনে
তোমায় দেখবো বলে
অন্ধ আমি আর থাকবো না
বিশ্বাসী তোমায় বুঝে
প্রার্থনা, তুমি আমার আজও বুঝলে না
আর্তনাদ, আজও আমার তোমায় পাবার
তাই ফিরে এলাম আমি তোমার কাছে
আজ এক করে আমায় তোমাতে
Posted: Saturday, December 3, 2016
তোমায় নিয়ে কত প্রশ্ন ছিল
যা জানবার ছিলো
তার এক উত্তর জেনে
তোমায় পূজেছিলাম
আজ আমি তোমায় ছাড়া নিঃস্ব সব নিয়ে
যা চেয়েছিলাম সব দিয়েছো
নেই তুমি আজ আমাতে
তাই ফিরে চাই আমি তোমাকে
আপন করে নাও তুমি আবার আমাকে
আজ অপেক্ষার শেষ দিনে
তোমায় দেখবো বলে
অন্ধ আমি আর থাকবো না
বিশ্বাসী তোমায় বুঝে
প্রার্থনা, তুমি আমার আজও বুঝলে না
আর্তনাদ, আজও আমার তোমায় পাবার
তাই ফিরে এলাম আমি তোমার কাছে
আজ এক করে আমায় তোমাতে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)