FOSSILS

হাসনুহানা | Hasnuhana - Fossils | Lyrics

ও মৌ, তুমি জানো না যে মাঝরাতে
একঘেয়ে এই বিছানাতে
আজ কথা বলি কার সাথে?
জানিনা কার কি যায় বা আসে তাতে
তাই গান গাই রাস্তাতে
আর ভুলে যাই পস্তাতে

জীবন চলছে না আর সোজা পথে
দেখো আজো হাসি কোন মতে
বেঁচে গেছি বলি হতে হতে
হয়তো মরে গেলে হত বেশি ভালো
কেনো এত সুখ বেরে গেলো
জীবনের সেরা স্মৃতিগুলো

স্মৃতিগুলো স্মৃতি এসে রোজ দরজাতে
কড়া নাড়ে আর হাত পাতে
আর ভেঙ্গে পরে কান্নাতে
উৎপাতে হয়ে দিশেহারা
তার ভয় হয়ে ঘরছাড়া
দ্বিপলায়নে আশকারা আমায়

এই প্রান এইভাবে পলাতক হলো
তবু যাবে কাহাতক বলো
শেষ হয়ে গেলো পেট্রোলও
থামি শুনশান ফাঁকা বাইপাসে
আর হৃদয়ের সার্কাসে
স্মৃতি দেয় দুয়ো আর হাসে

বলো ঘৃণা করবে কি প্রিয়তমা
যদি চেয়ে নিতে বলি ক্ষমা
বলি শোকজটা দিতে জমা
এ হৃদয় দপ্তর পালটাচ্ছে না
অবসর নেওয়া যাচ্ছে না
ফুটেছে হাসনুহানা

Posted: Friday, January 13, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

2 মন্তব্য(গুলি)