Tahsan
ভুলতে পারবে না | Bhulte Parbe Na - Tahsan | Lyrics
পায়ে পায়ে পথচলা
কুয়াশায় ঢাকা এ শহরে..
খয়েরী চাদরে জড়ানো আমি
আর জড়ানো শীতের আদরে..
পায়ে পায়ে পথ চলা
মেঘে ঢাকা ভোরের আলোতে..
যতদূর চোখ যায় নেই যে কেউ
আর আমি একা ভোরের আলোতে..
শুঁকিয়ে যাওয়া পাতাগুলো
এ পায়ের চিহ্ন রেখে দেয়..
বেঁচে থাকা মানুষগুলো
কেনো হৃদয়ের চিহ্ন মুছে দেয়..
ভুলতে তুমি পারবে না আমার এ গান..
ভুলতে তুমি পারবে না এই ভোরের অভিমান..
ভুলতে তুমি পারবে না সেই নিঃশর্ত উপহার..
ভুলতে পারবে না, ভুলতে তুমি পারবে না…
লিখে যাই আজও তোমায় নিয়ে
শব্দ, গল্প, আর কবিতা..
তাকিয়ে থাকি আজও খয়েরী দেয়ালে
টাঙানো যে তোমার ছবিটা..
শর্ত ছিল না, শর্ত আজও নেই
নিঃশর্ত এই প্রেমে..
ভুলতে তুমি পারবে না আমার এ গান..
ভুলতে তুমি পারবে না এই ভোরের অভিমান..
ভুলতে তুমি পারবে না সেই নিঃশর্ত উপহার
আমার প্রেম..
ভুলতে পারবে না, ভুলতে তুমি পারবে না …
Posted: Friday, January 27, 2017
কুয়াশায় ঢাকা এ শহরে..
খয়েরী চাদরে জড়ানো আমি
আর জড়ানো শীতের আদরে..
পায়ে পায়ে পথ চলা
মেঘে ঢাকা ভোরের আলোতে..
যতদূর চোখ যায় নেই যে কেউ
আর আমি একা ভোরের আলোতে..
শুঁকিয়ে যাওয়া পাতাগুলো
এ পায়ের চিহ্ন রেখে দেয়..
বেঁচে থাকা মানুষগুলো
কেনো হৃদয়ের চিহ্ন মুছে দেয়..
ভুলতে তুমি পারবে না আমার এ গান..
ভুলতে তুমি পারবে না এই ভোরের অভিমান..
ভুলতে তুমি পারবে না সেই নিঃশর্ত উপহার..
ভুলতে পারবে না, ভুলতে তুমি পারবে না…
লিখে যাই আজও তোমায় নিয়ে
শব্দ, গল্প, আর কবিতা..
তাকিয়ে থাকি আজও খয়েরী দেয়ালে
টাঙানো যে তোমার ছবিটা..
শর্ত ছিল না, শর্ত আজও নেই
নিঃশর্ত এই প্রেমে..
অলিখিত আজও চাওয়া আমার
ভুলবে না তুমি আমাকে..
ভুলবে না তুমি আমাকে..
ভুলতে তুমি পারবে না আমার এ গান..
ভুলতে তুমি পারবে না এই ভোরের অভিমান..
ভুলতে তুমি পারবে না সেই নিঃশর্ত উপহার
আমার প্রেম..
ভুলতে পারবে না, ভুলতে তুমি পারবে না …
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)