Mixed Mp3 Songs

আমায় ভালোবাসে না | Amay Valobashe Na - Rumi | Lyrics

শিরোনামঃ Amay Valobashe Na
কন্ঠঃ
Rumi 
অ্যালবামঃ Prince Mahmud ft Nirbachita

জোনাকি গায় ফিসফিস
হাওয়া দিয়ে যায় শিস
তাতে আমার কিছু যায় আসে না
সে যে এখন আমায় ভালোবাসে না
ওঠে আনন্দ চাঁদ গলায় গলায় গান
শুধু আমার গলায় সুর আসে না
সে যে এখন আমায় ভালোবাসে না

ও জোনাক গেয়ো না পোড়া শিস দিও না
বিরহ আমার ভালো লাগে
ও চাঁদ উঠো না ফুলগো ফুটো না
ভালোবাসিতে স্বাধ জাগে
নিজ ভুমে পরবাসী একা কারে ভালোবাসি
তাতে তার কিছু যায় আসে না
সে যে এখন আমায় ভালোবাসে না

আয় ঘুম আয় আয়
চোখের ভেজা পাতায়
লুকায় লুকায় থাকিস না
লক্ষ্মীছাড়া ঘুম কপালে দিয়ে যা চুম
সংবাদ আমার রাখিস না
এ ব্যথা কি দিন আশা
এমনই তো হওয়ার ভাষা
আমি ভাসি মেঘবতী ভাসে না
সে যে এখন আমায় ভালোবাসে না

Posted: Monday, February 20, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

1 মন্তব্য(গুলি)