Tausif
পাই না তারে খুঁজে | Pai Na Tare Khuje - Tausif | Lyrics
মনরে তরে পারিনা ধরে রাখতে
উজানে উড়াল দিলো
অজানা সুখ পেতে
পাই না সুখ খুঁজে
মনরে তরে পারিনা ধরে রাখতে
ফিরে সে কার টানে
আলতো মেঘ বেয়ে
পাই না তারে খুঁজে
কখনো ভাবি তারে হিম ছায়ায়
আঁচলে বেধে রাখা নীল মায়ায়
জোঁছনা জেগে থাকে অচেনা ছায়া পথে
পাই না তারে খুঁজে
যায় কি চাঁদ ছোঁয়া তারে ছাড়া
যায় না স্বপ্নেও একা থাকা
আশার আলো থাকে অজানা প্রান্তরে
পাই না তারে খুঁজে
মনরে তরে পারি না ধরে রাখতে
Posted: Monday, February 20, 2017
উজানে উড়াল দিলো
অজানা সুখ পেতে
পাই না সুখ খুঁজে
মনরে তরে পারিনা ধরে রাখতে
ফিরে সে কার টানে
আলতো মেঘ বেয়ে
পাই না তারে খুঁজে
কখনো ভাবি তারে হিম ছায়ায়
আঁচলে বেধে রাখা নীল মায়ায়
জোঁছনা জেগে থাকে অচেনা ছায়া পথে
পাই না তারে খুঁজে
যায় কি চাঁদ ছোঁয়া তারে ছাড়া
যায় না স্বপ্নেও একা থাকা
আশার আলো থাকে অজানা প্রান্তরে
পাই না তারে খুঁজে
মনরে তরে পারি না ধরে রাখতে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)