Mixed Mp3 Songs
পিরিতি না জানিরে পিরিতি না বুঝিরে (Piriti Na Janire Piriti Na Bujhire) | Lyrics
লিরিক্সঃ
পিরিতি না জানিরে পিরিতি না বুঝিরে-
কি দিয়া ভুলাবো রাধার মণ
হেলিয়া ধুলিয়া যায় সে ফেলিয়া রাঙ্গা চরন
পিরিতি না যানিরে পিরিতি না বুঝিরে-
কি দিয়া ভুলাবো রাধার মন
মুখে কিছু বলেনা সে চোখে বলে কথা
তাহার কথা বুঝতে আমার ঘুরে যাইরে মাথা
ভুলিতে না পারি তারে বাধিল কিসের বাঁধন
পিরিতি না জানিরে পিরিতি না বুঝিরে-
কি দিয়া ভুলাবো রাধার মণ
হেলিয়া ধুলিয়া যায় সে ফেলিয়া রাঙ্গা চরন
পিরিতি না যানিরে পিরিতি না বুঝিরে-
কি দিয়া ভুলাবো রাধার মন
হলুদ বরন রঙ যে তাহার দিঘল কালো চুল
চোখ দুটো তাহার মায়ায় ভরা যেন পদ্মফুল
মণ ছুটে যায় তাহার কাছে মানে না কোন বারন
পিরিতি না জানিরে পিরিতি না বুঝিরে-
কি দিয়া ভুলাবো রাধার মণ
হেলিয়া ধুলিয়া যায় সে ফেলিয়া রাঙ্গা চরন
Posted: Sunday, February 19, 2017
পিরিতি না জানিরে পিরিতি না বুঝিরে-
কি দিয়া ভুলাবো রাধার মণ
হেলিয়া ধুলিয়া যায় সে ফেলিয়া রাঙ্গা চরন
পিরিতি না যানিরে পিরিতি না বুঝিরে-
কি দিয়া ভুলাবো রাধার মন
মুখে কিছু বলেনা সে চোখে বলে কথা
তাহার কথা বুঝতে আমার ঘুরে যাইরে মাথা
ভুলিতে না পারি তারে বাধিল কিসের বাঁধন
পিরিতি না জানিরে পিরিতি না বুঝিরে-
কি দিয়া ভুলাবো রাধার মণ
হেলিয়া ধুলিয়া যায় সে ফেলিয়া রাঙ্গা চরন
পিরিতি না যানিরে পিরিতি না বুঝিরে-
কি দিয়া ভুলাবো রাধার মন
হলুদ বরন রঙ যে তাহার দিঘল কালো চুল
চোখ দুটো তাহার মায়ায় ভরা যেন পদ্মফুল
মণ ছুটে যায় তাহার কাছে মানে না কোন বারন
পিরিতি না জানিরে পিরিতি না বুঝিরে-
কি দিয়া ভুলাবো রাধার মণ
হেলিয়া ধুলিয়া যায় সে ফেলিয়া রাঙ্গা চরন
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)