SOULS

দখিনা হাওয়া | Dokhina Haoa - Souls | Lyrics

দখিনা হাওয়া ঐ তোমার চুলে
ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে
কয়েকটি চুলে ঢেকে যায়
তোমার একটি চোখ
আমি ভুলে যাই, তুমি আমার নও
আমি ভুলে যাই, তুমি আমার নও
তুমি আমার নও, আমার নও
আমার নও, আমার নও

একাকী নিরবে এগিয়ে পিছিয়ে
চেয়েছি কত বলতে
খুঁজেতো পাইনি, না বলা কথাটি
হারানো দিনের গল্পে
আমি ভুলে যাই, আমি হেরে যাই
আমি ভুলে যাই, তুমি আমার নও
আমি ভুলে যাই, তুমি আমার নও
তুমি আমার নও, আমার নও
আমার নও, আমার নও

শহরতলীতে এমনই রাতে
বেজেছে সানাই কত
সে সুর আজকে স্মৃতির আঙ্গিনায়
বাজবে অচেনা সুরে
আমি ভুলে যাই, আমি হেরে যাই
আমি ভুলে যাই, তুমি আমার নও
আমি ভুলে যাই, তুমি আমার নও
তুমি আমার নও, আমার নও
আমার নও, আমার নও

Posted: Sunday, March 12, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)