- Bangla Movie Song -
আমি তোমারই নাম গাই | Ami Tomari Nam Gai - Bhuban Majhi | Lyrics
আমি তোমারই তোমারই
তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি
আমি আকাশে রোদের দেশে
ভেসে ভেসে বেড়াই
মেঘের পাহাড়ে চড়ো তুমি
আমি তোমারই তোমারই
তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি
ভালোবাসা করে আশা
তোমার অতল জল
শীতল করবে মরুভূমি
জলে কেনো ডাঙায়
আমি ডুবতেও রাজি
জলে কেনো ডাঙায়
আমি ডুবতেও রাজি আছি
যদি ভাসিয়ে তোল তুমি
আমি তোমারই তোমারই
তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি
তুমি এসো ফসলের ডাকে
বটের ঝুরির বাঁকে আর এসো স্বপ্নভূমি
এই স্বপ্ন দু'চোখ খুলে জেগে দেখা যায়
যদি নয়ন তারায় বসো তুমি
আমি তোমারই তোমারই
তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি
কবিতা গেলো মিছিলে মিছিল
নিয়েছে চিলে অসহায় জন্মভূমি
আজ একতারার ছিলা তোমার স্পর্শ চায়
একতারার ছিলা তোমার স্পর্শ চায়
যদি টঙ্কার দাও তুমি
আমি তোমারই তোমারই
তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি
Posted: Sunday, March 12, 2017
তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি
আমি আকাশে রোদের দেশে
ভেসে ভেসে বেড়াই
মেঘের পাহাড়ে চড়ো তুমি
আমি তোমারই তোমারই
তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি
ভালোবাসা করে আশা
তোমার অতল জল
শীতল করবে মরুভূমি
জলে কেনো ডাঙায়
আমি ডুবতেও রাজি
জলে কেনো ডাঙায়
আমি ডুবতেও রাজি আছি
যদি ভাসিয়ে তোল তুমি
আমি তোমারই তোমারই
তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি
তুমি এসো ফসলের ডাকে
বটের ঝুরির বাঁকে আর এসো স্বপ্নভূমি
এই স্বপ্ন দু'চোখ খুলে জেগে দেখা যায়
যদি নয়ন তারায় বসো তুমি
আমি তোমারই তোমারই
তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি
কবিতা গেলো মিছিলে মিছিল
নিয়েছে চিলে অসহায় জন্মভূমি
আজ একতারার ছিলা তোমার স্পর্শ চায়
একতারার ছিলা তোমার স্পর্শ চায়
যদি টঙ্কার দাও তুমি
আমি তোমারই তোমারই
তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি
Post By: FarhaN Fahidur Rahim
1 মন্তব্য(গুলি)
sundor
ReplyDelete