- Bangla Movie Song -
তোমায় একটু না দেখলে আর | Tomay Aktu Na Dekhle Ar | Lyrics
শিল্পীঃ কুমার শানু ও অলকা ইয়াগনিক
তোমায় একটু না দেখলে আর
আমি থাকতে পারি না
মন পাগল পাগল হয়
ধরে রাখতে পারি না
তবে কি তোমার প্রেমেতে পড়েছি
তোমার একটু বিরহ আর
আমি শইতে পারি না
প্রাণ করে শুধু আনচান
ঘরে রইতে পারি না
তবে কি তোমার প্রেমেতে পড়েছি
তোমায় একটু না দেখলে আর
আমি থাকতে পারি না
মন পাগল পাগল হয়
ধরে রাখতে পারি না
মাঝ রাতে ঘুম থেকে উঠি জেগে
স্বপ্নে তোমারি যেনো ছোঁয়া লেগে
তোমারি ছবিটা দেখে বলি যে কথা
বলো না তুমি কি শুনতে পাও তা
বুকে ডাকে তীল ডাকে শ্রাবণেতে
ভেসে যাই খুশির সে প্লাবণেতে
এক প্লাবণেতে
কি যে ইচ্ছে করে তখন
লাজে কইতে পারি না
তোমায় একটু না দেখলে আর
আমি থাকতে পারি না
তবে কি তোমার প্রেমেতে পড়েছি
তোমায় একটু না দেখলে আর
আমি থাকতে পারি না
Posted: Sunday, March 12, 2017
তোমায় একটু না দেখলে আর
আমি থাকতে পারি না
মন পাগল পাগল হয়
ধরে রাখতে পারি না
তবে কি তোমার প্রেমেতে পড়েছি
তোমার একটু বিরহ আর
আমি শইতে পারি না
প্রাণ করে শুধু আনচান
ঘরে রইতে পারি না
তবে কি তোমার প্রেমেতে পড়েছি
তোমায় একটু না দেখলে আর
আমি থাকতে পারি না
মন পাগল পাগল হয়
ধরে রাখতে পারি না
মাঝ রাতে ঘুম থেকে উঠি জেগে
স্বপ্নে তোমারি যেনো ছোঁয়া লেগে
তোমারি ছবিটা দেখে বলি যে কথা
বলো না তুমি কি শুনতে পাও তা
বুকে ডাকে তীল ডাকে শ্রাবণেতে
ভেসে যাই খুশির সে প্লাবণেতে
এক প্লাবণেতে
কি যে ইচ্ছে করে তখন
লাজে কইতে পারি না
তোমায় একটু না দেখলে আর
আমি থাকতে পারি না
তবে কি তোমার প্রেমেতে পড়েছি
তোমায় একটু না দেখলে আর
আমি থাকতে পারি না
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)