Mixed Mp3 Songs
চোখের পলকে | Chokher Poloke - Lyrics
চোখেরই পলকে এত কাছে
কখন এলে যে তুমি...
ভালোবাসাতে বিভোর ছিলাম
তাই তো বুঝিনি আমি...
সারা জীবন এমনি করে
চাই শুধু তোমায়
মনের ঘরে যতন করে
জড়িয়ে রেখো আমায়
নিশি হয়ে যায় ভোর
চোখে তোমারই ঘোর
স্বপ্নে সাজালে তুমি প্রাণেরই শহর
তুমি ছাড়া পৃথিবীতে চাই না তো কিছু
যেখানেও যাও মন নেয় পিছু পিছু
যত আশা পেলো ভাষা
তোমারই ভালোবাসায়
করে আনচান মন দূরে হারাও যখন
সুখে রাঙ্গালে তুমি আমারই লগন
তুমি ছাড়া পৃথিবীতে চাই না তো কিছু
যেখানেও যাও মন নেয় পিছু পিছু
যত আশা পেলো ভাষা তোমারই ভালোবাসায়
চোখেরই পলকে এত কাছে
কখন এলে যে তুমি
ভালোবাসাতে বিভোর ছিলাম
তাই তো বুঝিনি আমি
সারা জীবন এমনি করে চাই শুধু তোমায়
মনের ঘরে যতন করে জড়িয়ে রেখো আমায়
কখন এলে যে তুমি...
ভালোবাসাতে বিভোর ছিলাম
তাই তো বুঝিনি আমি...
সারা জীবন এমনি করে
চাই শুধু তোমায়
মনের ঘরে যতন করে
জড়িয়ে রেখো আমায়
নিশি হয়ে যায় ভোর
চোখে তোমারই ঘোর
স্বপ্নে সাজালে তুমি প্রাণেরই শহর
তুমি ছাড়া পৃথিবীতে চাই না তো কিছু
যেখানেও যাও মন নেয় পিছু পিছু
যত আশা পেলো ভাষা
তোমারই ভালোবাসায়
করে আনচান মন দূরে হারাও যখন
সুখে রাঙ্গালে তুমি আমারই লগন
তুমি ছাড়া পৃথিবীতে চাই না তো কিছু
যেখানেও যাও মন নেয় পিছু পিছু
যত আশা পেলো ভাষা তোমারই ভালোবাসায়
চোখেরই পলকে এত কাছে
কখন এলে যে তুমি
ভালোবাসাতে বিভোর ছিলাম
তাই তো বুঝিনি আমি
সারা জীবন এমনি করে চাই শুধু তোমায়
মনের ঘরে যতন করে জড়িয়ে রেখো আমায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)