WARFAZE
হারিয়ে তোমাকে | Hariye Tomake - Warfaze | Lyrics
#Song: Hariye Tomake
#Album: Moharaj
#Band: Warfaze
#Lyrics-
রক্তিম আকাশ স্তব্ধ সে খনে..
ফিরবে না আর জানিয়ে গেলে..
দিন কেটে যায় রুদ্ধ বেদনায়..
মন কেঁদে যায় অন্তরালে..
তুমি কেঁদেছিলে নিরবে কোন অবহেলায়..
আমি বুঝিনি কি শুন্যতা হাসির আড়ালে..
হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে..
কত ভালোবাসা হৃদয়ের গহীনে..
বেঁধেছিলে মায়ায় পূর্ন প্রতিক্ষনে..
ছিলো না হতাশা আলোকিত জীবনে..
শত ভুলে ভাবে মন আজ অনুশোচনায়..
তুমি ছাড়া জীবনে........ ও ও ও
মনে জাগে কত স্মৃতি আজ নিভৃতে..
কত সুখের স্বপন ভেঙ্গে গেছে হেলায়..
হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে..
কত ভালোবাসা হৃদয়ের গহীনে..
বেধেছিলে মায়ায় পূর্ন প্রতিক্ষনে..
ছিলো না হতাশা আলোকিত জীবনে..
হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে..
কত ভালোবাসা হৃদয়ের গহীনে..
বেধেছিলে মায়ায় পূর্ন প্রতিক্ষনে..
ছিলো না হতাশা আলোকিত জীবনে..
Posted: Thursday, April 20, 2017
#Album: Moharaj
#Band: Warfaze
#Lyrics-
রক্তিম আকাশ স্তব্ধ সে খনে..
ফিরবে না আর জানিয়ে গেলে..
দিন কেটে যায় রুদ্ধ বেদনায়..
মন কেঁদে যায় অন্তরালে..
তুমি কেঁদেছিলে নিরবে কোন অবহেলায়..
আমি বুঝিনি কি শুন্যতা হাসির আড়ালে..
হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে..
কত ভালোবাসা হৃদয়ের গহীনে..
বেঁধেছিলে মায়ায় পূর্ন প্রতিক্ষনে..
ছিলো না হতাশা আলোকিত জীবনে..
শত ভুলে ভাবে মন আজ অনুশোচনায়..
তুমি ছাড়া জীবনে........ ও ও ও
মনে জাগে কত স্মৃতি আজ নিভৃতে..
কত সুখের স্বপন ভেঙ্গে গেছে হেলায়..
হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে..
কত ভালোবাসা হৃদয়ের গহীনে..
বেধেছিলে মায়ায় পূর্ন প্রতিক্ষনে..
ছিলো না হতাশা আলোকিত জীবনে..
হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে..
কত ভালোবাসা হৃদয়ের গহীনে..
বেধেছিলে মায়ায় পূর্ন প্রতিক্ষনে..
ছিলো না হতাশা আলোকিত জীবনে..
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)