WARFAZE
রূপকথা | Rupkotha - Warfaze | Lyrics
#Song: Rupkotha
#Album: Shotto
#Band: Warfaze
#Lyrics-
শক্তি দাও বিধাতা
অনন্তকাল ধরে জ্বলছে হৃদয়
হয়তো কেউ বোঝেনা কত সত্য প্রণয়
এসেছিলে বাঁচাতে আমায়
ভরে দিলে নতুন আশায়
রূপকথার মত...
ভালবাসা কত যে সুন্দর
বুঝে তোমারই কাছ থেকে
স্বর্গেরই প্রতিরূপ...
বলেছিলে খুঁজনা আমায়
আমি যদি কভু হারিয়ে যাই
যেতে দিও আমায়...
এলো সেদিন, তুমি হারিয়ে গেলে
মনে এলো, বলেছিলে তুমি
হারিয়ে যাবে যে...
শক্তি দাও বিধাতা
অনন্তকাল ধরে জ্বলছে হৃদয়
কষ্ট আর বুঝিনা
স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে...
ব্যার্থ আমি হবোনা
তুমি যে আমার স্বত্তাসঙ্গিনী
শান্তিগুলো সব আমার
তোমার হৃদয় মাঝে...
মোরা কেঁদেছি একই দুঃখে
হেসেছি একই সুখে
কখনো ভাবিনি তুমি চলে যাবে
এভাবে রেখে আমায় একাকী...
আজও খুঁজে ফিরি নগরে পল্লীতে
খুঁজে তোমায় পেতেই হবে
অস্তিত্ব তুমি আমার..
যদি কেউ শোন এ গান আমার
যদি কেউ খুঁজে পাও ওকে
শুনিও এই গান...
আমি খুঁজেছি তোমায় আজও পাহাড় চূড়াতে
সাগরের নীল অতলে, তবু কেনো
তোমায় খুঁজে পাইনা, পাইনা
রূপকথার সব সমাপ্তি হয়
হয় না তো সুখের বাসরে
দুঃখ আমারই...
Posted: Thursday, April 20, 2017
#Album: Shotto
#Band: Warfaze
#Lyrics-
শক্তি দাও বিধাতা
অনন্তকাল ধরে জ্বলছে হৃদয়
হয়তো কেউ বোঝেনা কত সত্য প্রণয়
এসেছিলে বাঁচাতে আমায়
ভরে দিলে নতুন আশায়
রূপকথার মত...
ভালবাসা কত যে সুন্দর
বুঝে তোমারই কাছ থেকে
স্বর্গেরই প্রতিরূপ...
বলেছিলে খুঁজনা আমায়
আমি যদি কভু হারিয়ে যাই
যেতে দিও আমায়...
এলো সেদিন, তুমি হারিয়ে গেলে
মনে এলো, বলেছিলে তুমি
হারিয়ে যাবে যে...
শক্তি দাও বিধাতা
অনন্তকাল ধরে জ্বলছে হৃদয়
কষ্ট আর বুঝিনা
স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে...
ব্যার্থ আমি হবোনা
তুমি যে আমার স্বত্তাসঙ্গিনী
শান্তিগুলো সব আমার
তোমার হৃদয় মাঝে...
মোরা কেঁদেছি একই দুঃখে
হেসেছি একই সুখে
কখনো ভাবিনি তুমি চলে যাবে
এভাবে রেখে আমায় একাকী...
আজও খুঁজে ফিরি নগরে পল্লীতে
খুঁজে তোমায় পেতেই হবে
অস্তিত্ব তুমি আমার..
যদি কেউ শোন এ গান আমার
যদি কেউ খুঁজে পাও ওকে
শুনিও এই গান...
আমি খুঁজেছি তোমায় আজও পাহাড় চূড়াতে
সাগরের নীল অতলে, তবু কেনো
তোমায় খুঁজে পাইনা, পাইনা
রূপকথার সব সমাপ্তি হয়
হয় না তো সুখের বাসরে
দুঃখ আমারই...
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)