FUAD
স্বপ্নগুলো তোমার মত | Shopno Gulo Tumar Moto - Fuad ft Anila | Lyrics
তুমি মানে তোমার চলে যাওয়া
তোমার জন্য সব ভুলে থাকা
জীবন মানে বাঁচার অভিনয়
মৃত্যু মানে তোমায় না পাবার ভয়
তুমি মানে তোমার চলে যাওয়া
তোমার জন্য সব ভুলে থাকা
জীবন মানে বাঁচার অভিনয়
মৃত্যু মানে তোমায় না পাবার ভয়
তোমার আশা কতটা কাছে টানে
আমার ছায়া যতটা আঁধার আনে
কাঁচের দেয়াল ভাঙ্গার মত
তোমায় ভাঙ্গি ইচ্ছেমতো
আমার কেন ভালো লাগে না
কোন কিছুই তোমার মত
যখন তুমি একা থাকো
আগুন জ্বলে আলোর মত
নিজের কাছে লুকিয়ে রাখি
স্বপ্নগুলো তোমার মত
আমার শরীর জুড়ে বৃষ্টি নামে
অভিমানের নদীর তীরে
শুধু তোমায় বলতে ভালোবাসি
আমি বারে বারে আসবো ফিরে
আমার শরীর জুড়ে বৃষ্টি নামে
অভিমানের নদীর তীরে
শুধু তোমায় বলতে ভালোবাসি
আমি বারে বারে আসবো ফিরে.....
Posted: Monday, April 17, 2017
তোমার জন্য সব ভুলে থাকা
জীবন মানে বাঁচার অভিনয়
মৃত্যু মানে তোমায় না পাবার ভয়
তুমি মানে তোমার চলে যাওয়া
তোমার জন্য সব ভুলে থাকা
জীবন মানে বাঁচার অভিনয়
মৃত্যু মানে তোমায় না পাবার ভয়
তোমার আশা কতটা কাছে টানে
আমার ছায়া যতটা আঁধার আনে
কাঁচের দেয়াল ভাঙ্গার মত
তোমায় ভাঙ্গি ইচ্ছেমতো
আমার কেন ভালো লাগে না
কোন কিছুই তোমার মত
যখন তুমি একা থাকো
আগুন জ্বলে আলোর মত
নিজের কাছে লুকিয়ে রাখি
স্বপ্নগুলো তোমার মত
আমার শরীর জুড়ে বৃষ্টি নামে
অভিমানের নদীর তীরে
শুধু তোমায় বলতে ভালোবাসি
আমি বারে বারে আসবো ফিরে
আমার শরীর জুড়ে বৃষ্টি নামে
অভিমানের নদীর তীরে
শুধু তোমায় বলতে ভালোবাসি
আমি বারে বারে আসবো ফিরে.....
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)