Meghdol
চেনা অচেনা | Chena Ochena - Meghdol | Lyrics
চেনা অচেনা আলো আঁধারে
চলতি পথে কোনো বাসের ভিড়ে
কালো ধোঁয়া ধোঁয়া এই শহরে
হাঁটছি আমি একা রোদ্দুরে
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে
গুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে
ণৈঃশ্বব্দের অমৃত লোকে
করেছি তোমায় রচনা
শব্দ প্রহর ফুরিয়ে গেলেই
স্বপ্ন তুমি কামনা
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে
গুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে
Posted: Friday, April 14, 2017
চলতি পথে কোনো বাসের ভিড়ে
কালো ধোঁয়া ধোঁয়া এই শহরে
হাঁটছি আমি একা রোদ্দুরে
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে
গুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে
ণৈঃশ্বব্দের অমৃত লোকে
করেছি তোমায় রচনা
শব্দ প্রহর ফুরিয়ে গেলেই
স্বপ্ন তুমি কামনা
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে
গুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)