De-illumination
কেউ নেই | Keu Nei - De illumination | Lyrics
কখনো বাঙালি সাজা হঠাৎ প্রেরণায়
আবারো বিশ্ব নাগরিক সম্ভাবনায়
কখনো অন্ধ প্রেমিকা
আবেগের পতাকা উড়িয়ে
আবারো যুক্তির প্রহরায় আছো দাড়িঁয়ে
মুখোশের যত অর্জনে
অস্তিত্ব বিসর্জনে গড়া মোহনায়
কেউ নেই আজ তোমায় চেনার
নেই অবকাশ সত্য জানার
শুন্য জীবন পূর্ণ পোশাকে
কেউ নেই আজ তোমায় চেনার
নেই অবকাশ সত্য জানার
কান্না হাসি বন্দি মুখোশে
কখনো স্বপ্নের সীমানা অনেক বাড়ানো
আবারো কঠিন বাস্তবে টেনে নামানো
কখনো মহৎ কবিতা না পাওয়ার বেদনা উড়িয়ে
আবারো স্বার্থের দোটানায় গেলো হারিয়ে
মুখোশের যত অর্জনে
অস্তিত্ব বিসর্জনে গড়া মোহনায়
Posted: Tuesday, April 25, 2017
আবারো বিশ্ব নাগরিক সম্ভাবনায়
কখনো অন্ধ প্রেমিকা
আবেগের পতাকা উড়িয়ে
আবারো যুক্তির প্রহরায় আছো দাড়িঁয়ে
মুখোশের যত অর্জনে
অস্তিত্ব বিসর্জনে গড়া মোহনায়
কেউ নেই আজ তোমায় চেনার
নেই অবকাশ সত্য জানার
শুন্য জীবন পূর্ণ পোশাকে
কেউ নেই আজ তোমায় চেনার
নেই অবকাশ সত্য জানার
কান্না হাসি বন্দি মুখোশে
কখনো স্বপ্নের সীমানা অনেক বাড়ানো
আবারো কঠিন বাস্তবে টেনে নামানো
কখনো মহৎ কবিতা না পাওয়ার বেদনা উড়িয়ে
আবারো স্বার্থের দোটানায় গেলো হারিয়ে
মুখোশের যত অর্জনে
অস্তিত্ব বিসর্জনে গড়া মোহনায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)