De-illumination
অনিবার্য | Onibarjo - De illumination | Lyrics
থাকতে সময় অজানা রয়
নিয়তি হাসে
সঞ্চয় আহারে সোনা রোদে কাঁটা চলে
বেদনা বাড়ে মায়ায় জড়ালে
অমরত্বের স্বপ্নটা হারালে
অতৃপ্তি অসমাপ্তি রয়ে যায় কাঁদায়
অনিবার্য বঞ্চনায়...
সময় নাই কবর চাই
আমার রঙ্গীন পৃথিবী
কোন ভুলে হারাই
হারাই... হারাই...
দিনে ঘুমাই
রাতে ঘুমাইসঞ্চয় আহারে সোনা রোদে কাঁটা চলে
বেদনা বাড়ে মায়ায় জড়ালে
অমরত্বের স্বপ্নটা হারালে
অতৃপ্তি অসমাপ্তি রয়ে যায় কাঁদায়
অনিবার্য বঞ্চনায়...
সময় নাই কবর চাই
আমার রঙ্গীন পৃথিবী
কোন ভুলে হারাই
হারাই... হারাই...
জেগে ঘুমাই স্বপ্নে বিভোর হয়ে
প্রতি দমে সময় কমে
চাওয়ারা বাড়ে আর টানে অতলে
শেষকৃত্যের অনাড়ম্বর স্বাদ ভুলে
অতৃপ্তি অসমাপ্তি রয়ে যায় কাঁদায়
অনিবার্য বঞ্চনায়...
অনুভূতির যত সত্য আড়ালে
মহাবিশ্বের উপসংহার ভুলে
অতৃপ্তি অসমাপ্তি নিয়ে
আমিও আছি সবার মাঝখানে
আমিও বাঁচি সুখের সন্ধানে
নেই ভয়, কি হয়! সময় ফুরোলে
বিদ্যুৎ খেলছে কালো আকাশে
শকুনিরা উড়ছে পোড়া বাতাসে
মেঘদূত আসছে আর হাসছে
আমার পৃথিবী থরথর কাঁপছে
বিদ্যুৎ খেলছে কালো আকাশে
শকুনিরা উড়ছে পোড়া বাতাসে
মেঘদূত আসছে আর হাসছে
আমার পৃথিবী থরথর কাঁপছে
আমার সব হারাই
সময় নাই কবর চাই
সময় নাই আমার রঙ্গীন পৃথিবী
কোন ভুলে হারাই?
হারাই... হারাই... হারাই...
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)