ARTCELL

ছেড়া আকাশ | Chera Akash - Artcell | Lyrics

#Song: Chera Akash
#Album: Lokayot

#Band: Artcell
#Lyrics-

ছায়ার বর্ণমালা আলোর কাছাকাছি আসে
আলোর রুদ্ধ আকাশ আঁকে মৃত্যু শুন্যতায়

একা একা তবু দূরের দূরত্ব ভেঙ্গে
সকল স্মৃতির ছেড়া মেঘ থাকে
ছায়ায় আঁকা স্মৃতির ঘরে
ভয়ের মতন অন্ধকারে
আলোয় আঁকা রুদ্ধ আকাশ
মৃত্যু এঁকে রাখে
তবু ঘড়ির বন্ধ সময়
শরৎ খোঁজে নীল আকাশে
স্মৃতির পায়ে শেকল বেঁধে
সময় দাঁড়ায় শরীর ঘেষে

সরব শব্দ সুরে অরব শুন্যতা ভাঙ্গে
মানুষ মুখোশ ত্রিমাত্রিক বোধে
ছায়ার সারথী গড়ে

সবুজ পৃথিবীর হাজার শহর শেষে
একা মানব মুখোশ বেছে থাকে
ছায়ায় আঁকা স্মৃতির ঘরে
ভয়ের মতন অন্ধকারে
আলোয় আঁকা রুদ্ধ আকাশ
মৃত্যু এঁকে রাখে
তবু ঘড়ির বন্ধ সময়
শরৎ খোঁজে নিল আকাশে
স্মৃতির পায়ে শেকল বেঁধে
সময় দাঁড়ায় শরীর ঘেষে

নিমর ভাবনার পাথর ঘরে
যুদ্ধ আসে যুদ্ধ আসে
মানুষ মুখোশ অগোচরে আলো দিয়ে

ছায়া আঁকে ছায়ার বর্ণমালা
ছায়ার কোরাস এ যুদ্ধ আসে
যুদ্ধ আসে
কাটাতারে ছেড়া আকাশ বিঁধে আছে
স্বপ্ন জুড়ে কে মৃত্যু এঁকে রাখে

Posted: Friday, May 12, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)