Mixed Mp3 Songs
তুমি আর আমি | Tumi r Ami - Rafa | Lyrics
সকালের রোদে তুমি আমি হাঁটবো পথহারা
নিয়ম ভেঙ্গে তুমি আমি বলব সব কথা
রংধনু বাতাসে তুমি আমি ভাসব সারাক্ষণ
আলোর মিছিলে তুমি আমি ভাসব প্রতিক্ষণ
মুহূর্ত হাসবে যতই আড়ালে থাকি তবুও...
সুখের মলাটে গাইব আনমনে...তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার হারাই
তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার কাছে আসি
শুধু তুমি আর আমি
জোছনার আগুনে তুমি আমি উড়ব সারারাত
ঝড়ো বাতাসে তুমি আমি ভিজব সারারাত
সুখ ওড়াবো আসুক যতই অভিমানে
সুখের বনে স্রোতে গাইব আনমনে
মুহূর্ত হাসবে যতই আড়ালে থাকি তবুও
সুখের মলাটে গাইব আনমনে... তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার হারাই
তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার কাছে আসি
শুধু তুমি আর আমি
Posted: Saturday, May 6, 2017
নিয়ম ভেঙ্গে তুমি আমি বলব সব কথা
রংধনু বাতাসে তুমি আমি ভাসব সারাক্ষণ
আলোর মিছিলে তুমি আমি ভাসব প্রতিক্ষণ
মুহূর্ত হাসবে যতই আড়ালে থাকি তবুও...
সুখের মলাটে গাইব আনমনে...তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার হারাই
তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার কাছে আসি
শুধু তুমি আর আমি
জোছনার আগুনে তুমি আমি উড়ব সারারাত
ঝড়ো বাতাসে তুমি আমি ভিজব সারারাত
সুখ ওড়াবো আসুক যতই অভিমানে
সুখের বনে স্রোতে গাইব আনমনে
মুহূর্ত হাসবে যতই আড়ালে থাকি তবুও
সুখের মলাটে গাইব আনমনে... তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার হারাই
তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার কাছে আসি
শুধু তুমি আর আমি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)