Mixed - Band
বয়ে যায় | Boye Jay - Rajotto (Towfique ft. Shabbir) | Lyrics
শিরোনামঃ বয়ে যায়
কন্ঠ,কথা,সুরঃ তৌফিক ও সাব্বির
ব্যান্ডঃ রাজত্ব
অন্ধকারে নীল আকাশ হারিয়ে ফেলেছিলাম
দুঃখ যে সুখের রঙ ভুলে গিয়েছিলাম
মেঘের পরে মেঘেদের বসবাস
জানালা খুলে দেখো উষ্ণ বাতাস
বয়ে যায় বয়ে যায় তোমারি ছায়ায়
বয়ে যায় বয়ে যায় মায়াবী জোছনায়
বয়ে যায় বয়ে যায় জোছনায় নীলিমায়
উষ্ণ বাতাস বয়ে যায়
প্রথম দেখাতে কত যে ভালোবেসেছি তোরে
বুনেছি এঁকেছি কত ছবি তুলির টানে
লিখেছি কত কবিতা সুর করেছি কত যে গান
মিছেমিছি কেঁদেছি ভেবেছি হয়েছি নিষ্প্রাণ
মিথ্যে যে টানে ভাসিয়ে চলে গেলে যে তুমি
ফিরে চাওনি বোঝেনি গগনে নদীতে তুমি
প্রশ্ন করিনি তুমি কিছু যেন রয়ে যায়
নিয়তির আঁচলে সবই যেন বয়ে যায়
গানের পরে গান লিখে যাই আমি খুঁজি তোমায়
ভালোবাসায় ভালোবাসা নেই এ গান জানিয়ে যায়
তুমি নাকি আগের মতই মিথ্যে কথা বলো
ছলনার চোখে কেনো তুমি আমায় শুধু দেখো
মানিনি মানিনা আমি তোমায় পাবো না
দুঃখ সুখেরও রং এ কথা কি মানো
বয়ে যায় বয়ে যায় তোমারি ছায়ায়
বয়ে যায় বয়ে যায় মায়াবী জোছনায়
বয়ে যায় বয়ে যায় জোছনায় নীলিমায়
উষ্ণ বাতাস বয়ে যায়
ফিরে কেনো আসোনা আবার আমার এ হৃদয়ে
শিস দিয়ে চলে যাও একা নিরবে নিরবে
দূরে তুমি দাঁড়িয়ে পাইনাকো তোমায়
দেখা যায় ছায়া রয় ছোঁয়া যায় না যে হায়
সুখ কে এঁকেছি দেখো নানা রঙে রাঙিয়ে
জোছনারা মিশে যাওয়া উষ্ণ হাওয়ার টানে
প্রশ্ন করি শুধু কিছু যেনো রয়ে যায়
নিঃস্বীম নিলীমায় সবাই যেনো বয়ে যায়
Posted: Friday, June 2, 2017
কন্ঠ,কথা,সুরঃ তৌফিক ও সাব্বির
ব্যান্ডঃ রাজত্ব
অন্ধকারে নীল আকাশ হারিয়ে ফেলেছিলাম
দুঃখ যে সুখের রঙ ভুলে গিয়েছিলাম
মেঘের পরে মেঘেদের বসবাস
জানালা খুলে দেখো উষ্ণ বাতাস
বয়ে যায় বয়ে যায় তোমারি ছায়ায়
বয়ে যায় বয়ে যায় মায়াবী জোছনায়
বয়ে যায় বয়ে যায় জোছনায় নীলিমায়
উষ্ণ বাতাস বয়ে যায়
প্রথম দেখাতে কত যে ভালোবেসেছি তোরে
বুনেছি এঁকেছি কত ছবি তুলির টানে
লিখেছি কত কবিতা সুর করেছি কত যে গান
মিছেমিছি কেঁদেছি ভেবেছি হয়েছি নিষ্প্রাণ
মিথ্যে যে টানে ভাসিয়ে চলে গেলে যে তুমি
ফিরে চাওনি বোঝেনি গগনে নদীতে তুমি
প্রশ্ন করিনি তুমি কিছু যেন রয়ে যায়
নিয়তির আঁচলে সবই যেন বয়ে যায়
গানের পরে গান লিখে যাই আমি খুঁজি তোমায়
ভালোবাসায় ভালোবাসা নেই এ গান জানিয়ে যায়
তুমি নাকি আগের মতই মিথ্যে কথা বলো
ছলনার চোখে কেনো তুমি আমায় শুধু দেখো
মানিনি মানিনা আমি তোমায় পাবো না
দুঃখ সুখেরও রং এ কথা কি মানো
বয়ে যায় বয়ে যায় তোমারি ছায়ায়
বয়ে যায় বয়ে যায় মায়াবী জোছনায়
বয়ে যায় বয়ে যায় জোছনায় নীলিমায়
উষ্ণ বাতাস বয়ে যায়
ফিরে কেনো আসোনা আবার আমার এ হৃদয়ে
শিস দিয়ে চলে যাও একা নিরবে নিরবে
দূরে তুমি দাঁড়িয়ে পাইনাকো তোমায়
দেখা যায় ছায়া রয় ছোঁয়া যায় না যে হায়
সুখ কে এঁকেছি দেখো নানা রঙে রাঙিয়ে
জোছনারা মিশে যাওয়া উষ্ণ হাওয়ার টানে
প্রশ্ন করি শুধু কিছু যেনো রয়ে যায়
নিঃস্বীম নিলীমায় সবাই যেনো বয়ে যায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)