ARK | Hasan
আজ এই মেঘে ঢাকা রাত | Aj Ai Meghe Dhaka Raat - Ark | Lyrics
#Song: Aj Ai Meghe Dhaka Raat
#Album:
#Band: Ark
#Lyrics-
আজ এই মেঘে ঢাকা রাত স্তব্ধতায় ভাবি
আধারে সে তো চলে যায় নীরবে কাঁদি
স্মৃতিগুলো ডেকে যায় আজ আমারে কাঁদায়
দোষগুলো শুধুই কি আমার
বলো কি বা অপরাধ
আমি ভেঙে দেবো আজ সবই
ফিরে এসো আহত হদয়ে
চাই ফিরে সেদিন, কোথায় তুমি হারালে
নিঝুম রাতে তুমিও কি ভাবছো
আমারই মত একাকী জানালায়
আজও পথ চেয়ে রই আসবেই ফিরে
রেখেছি সব আদর আমার তোমারই তরে
আজ এই মেঘে ঢাকা রাত স্তব্ধতায় ভাবি
আধারে সে তো চলে যায় নীরবে কাঁদি
স্মৃতিগুলো ডেকে যায় আজ আমারে কাঁদায়
দোষগুলো শুধুই কি আমার
বলো কি বা অপরাধ
আমি ভেঙে দেবো আজ সবই..
ফিরে এসো আহত হদয়ে
চাই ফিরে সেদিন,কোথায় তুমি হারালে
নিঝুম রাতে তুমিও কি ভাবছো
আমারই মত একাকী জানালায়
ফিরে এসো…
Posted: Monday, July 10, 2017
#Album:
#Band: Ark
#Lyrics-
আজ এই মেঘে ঢাকা রাত স্তব্ধতায় ভাবি
আধারে সে তো চলে যায় নীরবে কাঁদি
স্মৃতিগুলো ডেকে যায় আজ আমারে কাঁদায়
দোষগুলো শুধুই কি আমার
বলো কি বা অপরাধ
আমি ভেঙে দেবো আজ সবই
ফিরে এসো আহত হদয়ে
চাই ফিরে সেদিন, কোথায় তুমি হারালে
নিঝুম রাতে তুমিও কি ভাবছো
আমারই মত একাকী জানালায়
আজও পথ চেয়ে রই আসবেই ফিরে
রেখেছি সব আদর আমার তোমারই তরে
আজ এই মেঘে ঢাকা রাত স্তব্ধতায় ভাবি
আধারে সে তো চলে যায় নীরবে কাঁদি
স্মৃতিগুলো ডেকে যায় আজ আমারে কাঁদায়
দোষগুলো শুধুই কি আমার
বলো কি বা অপরাধ
আমি ভেঙে দেবো আজ সবই..
ফিরে এসো আহত হদয়ে
চাই ফিরে সেদিন,কোথায় তুমি হারালে
নিঝুম রাতে তুমিও কি ভাবছো
আমারই মত একাকী জানালায়
ফিরে এসো…
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)