Andrew Kishore
প্রেমের সমাধি ভেঙ্গে | Premer Shomadhi Venge - Andrew Kishore | Lyrics
#Song: Premer Somadhi Bhenge
#Artist: Andrew Kishore
#Movie: Premer Somadhi
#Lyrics -
চলে যায়
প্রানের পাখি চলে যায়
পিঞ্জর ভেঙ্গে চলে যায়
প্রেমের সমাধি ভেঙ্গে
মনের শিকল ছিঁড়ে
পাখি যায় উড়ে যায়
তোমায় পাবোনা জানি
শুধু চোখের পানি
দিয়ে গেলে আমায়
খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না
বনেরও পাখি বনের মায়া ছাড়ে না
পাখি যায় উড়ে যায়
প্রেমের সমাধি ভেঙ্গে
মনের শিকল ছিঁড়ে
পাখি যায় উড়ে যায়
আমার হৃদয় ভেঙ্গে যায়
ফুল ফুটেছিল মনেরও বাগিচায়
পানি বিনা পাপড়ি সবই ঝরে যায়
কোন অপরাধে
আমার প্রেমের তরী
অকূলে ভাসালে
আমি ছিলাম তোমার
চোখের মনি
কেনো আঁধারে ডুবালে?
তুমি যাও চলে যাও
শুধু স্মৃতি রেখে যাও
তোমার স্মৃতি স্মরণে
বেঁচে রব জীবনে
আমি চোখের জলে
আমার হৃদয় ভেঙ্গে যায়
তীর ভাঙ্গা ঢেউ আমি নীড় ভাঙ্গা ঝড়
উজান ভাটির দুনিয়াতে সবই হলো পর
চেয়ে ছিলাম আমি হৃদয়ে তোমার
সুখের প্রদীপ জ্বালাবো
সুখে যদি থাকো
আমি শত দুঃখে হেসে যাবো
তুমি যাও চলে যাও
শুধু স্মৃতি রেখে যাও
প্রেমের সমাধি ভেঙ্গে
মনের শিকল ছিঁড়ে
পাখি যায় উড়ে যায়
তোমায় পাবোনা জানি
শুধু চোখের পানি
দিয়ে গেলে আমায়
প্রানের পাখি চলে যায়
পিঞ্জর ভেঙ্গে চলে যায়
প্রেমের সমাধি ভেঙ্গে
মনের শিকল ছিঁড়ে
পাখি যায় উড়ে যায়
তোমায় পাবোনা জানি
শুধু চোখের পানি
দিয়ে গেলে আমায়
খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না
বনেরও পাখি বনের মায়া ছাড়ে না
পাখি যায় উড়ে যায়
প্রেমের সমাধি ভেঙ্গে
মনের শিকল ছিঁড়ে
পাখি যায় উড়ে যায়
আমার হৃদয় ভেঙ্গে যায়
ফুল ফুটেছিল মনেরও বাগিচায়
পানি বিনা পাপড়ি সবই ঝরে যায়
কোন অপরাধে
আমার প্রেমের তরী
অকূলে ভাসালে
আমি ছিলাম তোমার
চোখের মনি
কেনো আঁধারে ডুবালে?
তুমি যাও চলে যাও
শুধু স্মৃতি রেখে যাও
তোমার স্মৃতি স্মরণে
বেঁচে রব জীবনে
আমি চোখের জলে
আমার হৃদয় ভেঙ্গে যায়
তীর ভাঙ্গা ঢেউ আমি নীড় ভাঙ্গা ঝড়
উজান ভাটির দুনিয়াতে সবই হলো পর
চেয়ে ছিলাম আমি হৃদয়ে তোমার
সুখের প্রদীপ জ্বালাবো
সুখে যদি থাকো
আমি শত দুঃখে হেসে যাবো
তুমি যাও চলে যাও
শুধু স্মৃতি রেখে যাও
প্রেমের সমাধি ভেঙ্গে
মনের শিকল ছিঁড়ে
পাখি যায় উড়ে যায়
তোমায় পাবোনা জানি
শুধু চোখের পানি
দিয়ে গেলে আমায়
এন্ড্রু কিশোরের আরও জনপ্রিয় গানের লিরিক্সঃ
Posted: Monday, July 10, 2017
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)