Andrew Kishore
ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা | Vengeche Pinjor Meleche Dana - Andrew Kishore | Lyrics
#Song: Bhengeche Pinjor Meleche Dana
#Artist: Andrew Kishore
#Movie: Bhai Bondhu
#Lyrics -
ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা
উড়েছে পাখি পথ অচেনা
নিড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না
উড়েছে পাখি পথ অচেনা
নিড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না
হঠাৎ এসে যদি বৈশাখি ঝড়
ভেঙে দেয় গানের আসর
তবু যদি পাখির গান থেমে যায়
আকাশ কি দেবে বিদায়
তবে কি হৃদয়ের লেনাদেনা
কেউ তা মনে রাখে না
কেউ তা মনে রাখে না
তবু আশায় পাখি বাঁধে যে মন
আলোতে রাঙায় জীবন
নতুন কথায় আজ প্রাণেরই সুর
হয়েছে কানের নুপূর
যেটুকু হয়েছে জানাশোনা
হারিয়ে যেতে দেব না
ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা
উড়েছে পাখি পথ অচেনা
নিড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না
Posted: Sunday, June 20, 2021
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)