Anupam Roy

তিস্তান | Tistaan - Anupam Roy | Lyrics

#Song: Tistaan 
#Artist: Anupam Roy 
##Album: Durbine Chokh Rakhbo Na 
#Lyrics - 

পাঁচ টাকা দিয়ে দিনের শুরু 
ষোল টাকা দিয়ে শেষ 
তিন টাকা দিয়ে মুক্তি কিনে 
হবো নিরুদ্দেশ 

তখন কেন হাত বাড়ালে 
এখন কেন চুপ 
তখন কেন জ্বাললে আলো 
এখন পোড়াও ধূপ 
আর এখন তুমি নিচ্ছ অন্য রূপ 
আর এখন, অলমোস্ট পাগল এ মন 
বিষ পানে, অভ্যস্ত এ জীবন 
শূন্য দু’হাত, আবার চাইছে 
ফিরিয়ে নিয়ে চলো 
তিস্তানে, তিস্তানে, তিস্তানে 

মাসটা যখন ফুরিয়ে যাবে 
ওরা দেবে অনেক টাকা 
তবু মাসের শেষে মনে হবে, ভেতরটা খুব ফাঁকা 
সময় যখন আটকে রাখবে, সময় চলবেনা 
যখন সময় অনেক দরকার, সময় থাকবেনা 
তখন সময় তোমার পাশে নেই 

আর এখন, অলমোস্ট পাগল এ মন 
বিষ পানে, অভ্যস্ত এ জীবন 
শূন্য দু’হাত, আবার চাইছে 
ফিরিয়ে নিয়ে চলো 
তিস্তানে, তিস্তানে, তিস্তানে 

যখন বলেছিলাম আমি চলে যাবো 
তখন কেন কাঁদো নি 
একের পর এক ভুল করেছি 
তবু কেন আটকাওনি 
যতক্ষণ তুমি জিতছো
প্রত্যেকটা মানুষ তোমার সাথে 
তুমি একবার হেরে যাও 
আর কেউ নেই তোমার পাশে 

Posted: Monday, June 21, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)