Arnob

হারিয়ে গিয়েছি | Hariye Giyechi - Arnob | Lyrics

#Song: Hariye Giyechi 
#Artist: Arnob 
#Album: Chaina Bhabish 
#Lyrics - 

হারিয়ে গিয়েছি 
এইতো জরুরি খবর 
অবাক দুই চোখে 
ছায়া কাঁপে ভয় অভিমানে 
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে 
হারাবো বলে, পা টিপে এগুতে গেলেই 
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক 
পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি 
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক 
পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি 

কোথাও নেই ঝুমঝুম অন্ধকার 
তক্ষক ডাকা নিশুতিতে 
রূপকথা শুনে শিউরে উঠে না গা 
স্বপ্নে আমার শরীরে কেউ 
ছড়ায় না শিউলি ফুল 
আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল 

কোথাও নেই ঝুমঝুম অন্ধকার 
তক্ষক ডাকা নিশুতিতে 
রূপকথা শুনে শিউরে উঠে না গা 
স্বপ্নে আমার শরীরে কেউ 
ছড়ায় না শিউলি ফুল 
আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল 

হারিয়ে যাইনি তবু এটাই জরুরি খবর 
আকাঙ্ক্ষা আর হতাশায় 
হারিয়ে যাওয়ার কোনো মানে নেই 
নিবিড় ঘরে আধো আলো বিশ্বাসে 
বুকের গভীরে কার যেন ডাক আসে 
যদি কোনোদিন ঝরেঝরে যায় অন্ধকার 
ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার 
দু'চোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ 
যদি কোনোদিন অটুট বিশ্বাসে 
যদি কোনোদিন... 
যদি কোনোদিন... 
যদি কোনোদিন... 

Posted: Wednesday, June 23, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)