Andrew Kishore

আমার বুকের মধ্যেখানে | Amar Buker Modde Khane - Andrew Kishore | Lyrics

Lyrics:

আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি
রেখেছি কত না যতনে
তোমার বুকের মধ্যখানে
মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকে রেখো
আর কোথাও যাব না জীবনে

তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর
ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর
তোমার কত ভালোবাসি
বোঝাব বোঝাব কেমনে
আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে

সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়
তেমনি করে আমার এ মন
তোমায় পেতে চায়
তুমি আমার জীবন তরী
তুমি আমার আলো নয়নে

আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি
রেখেছি কত না যতনে
তোমার বুকের মধ্যখানে
মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকে রেখো
আর কোথাও যাব না জীবনে

এন্ড্রু কিশোরের আরও জনপ্রিয় গানের লিরিক্সঃ

Posted: Friday, September 29, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)