- Bangla Movie Song -
ও আমার বন্ধু গো | O Amar Bondhu Go | Lyrics
ও আমার বন্ধু গো
চিরসাথী পথ চলার
তোমারই জন্য গড়েছি আমি
মাঞ্জিল ভালোবাসার
এক সাথে রয়েছি দুজন
এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিঁড়বেনা কভু এই বাঁধন
আসলে আসুক তুফান
তুমি আমারই বলবো শতবার
হাত দু'টি ধরেছি তোমার
মানবো না কোনো বাধা আর
শুনবো না কারো কথা যে আর
মন্দ বলুক সমাজ
তুমি আমারই, হায় বলবো শতবার
Posted: Friday, September 29, 2017
চিরসাথী পথ চলার
তোমারই জন্য গড়েছি আমি
মাঞ্জিল ভালোবাসার
এক সাথে রয়েছি দুজন
এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিঁড়বেনা কভু এই বাঁধন
আসলে আসুক তুফান
তুমি আমারই বলবো শতবার
হাত দু'টি ধরেছি তোমার
মানবো না কোনো বাধা আর
শুনবো না কারো কথা যে আর
মন্দ বলুক সমাজ
তুমি আমারই, হায় বলবো শতবার
Post By: FarhaN Fahidur Rahim
1 মন্তব্য(গুলি)
hey ! its really a nice song. one of my fav song . I've been searching this song lyric for long time O Amar Bondhu Go Lyrics its really helpful though thanks for sharing
ReplyDelete