Kolkata Movie Song

Boro Aka Aka Lage | বড় একা একা লাগে - Saat Paake Bandha | Lyrics

বড় একা একা লাগে আমার
লাগে না ভালো আর..

আছে ভালোবাসা নেই অধিকার
লাগে না ভালো আর..


আলেয়ার পিছে ছুটে মিছে মিছে
বুঝি নি তো আলোর ভাষা

আজকে তোমাকে হারিয়ে বুঝেছি
কাকে বলে ভালোবাসা

আধারে খোজে মন আলোকে সারাক্ষন
মেলে না ওহহ মেলে না

করে তুমি তুমি মন যে আমার
লাগে না ভালো আর

লাগে না ভালো আর


চারিদিকে শুধু তোমার স্মৃতি আজ
নেই শুধু তুমি কাছে
হায় যদি একবার যেত গো জাননো
আমারও যে হৃদয় আছে
জীবনের একটি ভুল
ঝড়ালো কত ফুল...
জনি না... ওহো জানি না...


কাঁদে একা একা প্রাণ যে আমার
লাগে না ভালো আর

বড় একা একা লাগে আমার
লাগে না ভালো আর..

আছে ভালোবাসা নেই অধিকার
লাগে না ভালো আর..

Posted: Monday, October 2, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)