Kishore Kumar
এক পলকে একটু দেখা | Ek Poloke Ektu Dekha - Kishore Kumar | Lyrics
#Song: Ek Poloke Ektu Dekha
এক পলকে একটু দেখা
আরো একটু বেশী হলে ক্ষতি কি
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কি
মিষ্টি হাসির দুষ্টুমিতে
ভালোই লাগে সাড়া দিতে
স্বপ্নে হৃদয় ভরিয়ে নিয়ে
দিনগুলি সব যাক না চলে ক্ষতি কি
হলোই যখন পথে যেতে হঠাৎ পরিচয়
এবার আড়াল টুকু সরে গেলে হয়গো ভালো হয়
এড়িয়ে যাবার ছলনাতে
#Artist: Kishore Kumar
#Composer: Hemanta Mukherjee
#Film: Lukochuri
#Lyrics -
আরো একটু বেশী হলে ক্ষতি কি
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কি
মিষ্টি হাসির দুষ্টুমিতে
ভালোই লাগে সাড়া দিতে
স্বপ্নে হৃদয় ভরিয়ে নিয়ে
দিনগুলি সব যাক না চলে ক্ষতি কি
হলোই যখন পথে যেতে হঠাৎ পরিচয়
এবার আড়াল টুকু সরে গেলে হয়গো ভালো হয়
এড়িয়ে যাবার ছলনাতে
দেয় সে ধরা ইশারাতে, শুধু ইশারাতে
কিছু পাওয়ার চঞ্চলতায়
যদি আমার হৃদয় দোলে ক্ষতি কি
কিছু পাওয়ার চঞ্চলতায়
যদি আমার হৃদয় দোলে ক্ষতি কি
এক পলকে একটু দেখা
আরো একটু বেশী হলে ক্ষতি কি
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কি
Posted: Friday, September 29, 2017
আরো একটু বেশী হলে ক্ষতি কি
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)