Srikanto Acharya
আমি খোলা জানালা | Ami Khola janala - Srikanto Acharya | Lyrics
#Song: Ami Khola Janala
#Artist: Srikanto Acharya
#Album: Swapno Dekhao Tumi
আমি খোলা জানালা
তুমি ওই দখিনা বাতাস
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ
উধাও সাগর তুমি অঢেল নীলে
আমি অস্তরাগ শেষ বিকেলে
তুমি কথা না রাখা নিরালা দুপুর
আমি বিমলা অবকাশ
শুধুই ছবি আমি ধুলোয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা
তুমি কাছে না থাকা খেয়ালী সুদুর
আমি বিরহী ইতিহাস
আমি খোলা জানালা
তুমি ওই দখিনা বাতাস
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ
Posted: Thursday, September 28, 2017
#Artist: Srikanto Acharya
#Album: Swapno Dekhao Tumi
আমি খোলা জানালা
তুমি ওই দখিনা বাতাস
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ
উধাও সাগর তুমি অঢেল নীলে
আমি অস্তরাগ শেষ বিকেলে
তুমি কথা না রাখা নিরালা দুপুর
আমি বিমলা অবকাশ
শুধুই ছবি আমি ধুলোয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা
তুমি কাছে না থাকা খেয়ালী সুদুর
আমি বিরহী ইতিহাস
আমি খোলা জানালা
তুমি ওই দখিনা বাতাস
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)