Adhunik Bangla

আমি যে কে তোমার | Ami Je Ke Tomar - Kishore Kumar | Lyrics

লিরিক্সঃ

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও
আমি চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার
এ মনে কি আছে পারো যদি খুঁজে নাও
আমি তোমাকেই বুকে ধরে রাখবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও

কেনো আর সড়ে আছো দূরে
কাছে এসে হাত দু’টো ধরো
শপথের মন কাড়া সুরে
আমায় তোমারই তুমি করো
তোমারই স্বপ্ন দু’চোখেই আমি আঁকবো

ওপাড়ের ডাক যদি আসে
শেষ খেয়া হয় পাড়ি দিতে
মরণ তোমায় কোনদিনও
পারবে না কভু কেড়ে নিতে
সুখে দুঃখে আমি তোমাকেই কাছে ডাকবো

Posted: Thursday, September 28, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)