Srikanto Acharya
মেঘ হলে মন | Megh Hole Mon - Srikanto Acharya | Lyrics
লিরিক্সঃ
মেঘ হলে মন বিকেল বেলায় একলা যেতাম মেঘের বাড়ি
মেঘ হত কাশ ফুলের দু' চোখ
বৃষ্টি কিন্তু খুব আনাড়ি
কিন্তু মনে মেঘ থাকে না
মেঘ ছাড়া আকাশ খালি
বোতাম খোলা জানলা বুকে
বইছে হাওয়া শুধু শূন্যতারই
মন খারাপের মেঘের গায়ে
আঁকছে আকাশ একলা ছবি
মেঘ থেকে মেঘ শব্দে সুরে
গল্প সবই যন্ত্রণারই
এখন আকাশ একলা থাকে
মেঘ নেই আর মেঘের বাড়ি
বোতাম খোলা জানলা বুকে
বইছে হাওয়া তাই শূন্যতারই
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)