Mixed Mp3 Songs
স্বার্থপর | Sharthopor - Zahid Tansen | Lyrics
লিরিক্সঃ
সুষময়ে ছায়ার মত
আমার পাশে ছিলে সর্বক্ষন
অভিমান ভুলে মুহূর্তে
রাগ ভেঙে যেতো যখন তখন
বহু রাত কথা কাটাকাটি
হার মেনে নিতাম আমি সবসময়
পরদিন ভালোবাসা ঠিকঠাক
ভালোবাসি যে যার মত
আজ জোছনায় রূপোলী চাঁদর গায়ে
ঘুমিয়ে থাকো যখন
একটি একটি করে প্রতিটি তারাগুনে
আমি জেগে আছি তখন
এই বরষায় বৃষ্টির ফোঁটা
তোমায় ভিজিয়ে যাবে যখন
একটি একটি করে প্রতিটি জলকণা
হয়ে আমিও ঝড়ি তখন
হাজার রাত না ঘুমিয়ে কেটে গেলো
তোমার জন্য রাতদিন এলোমেলো
কিছুতে লাগছে না ভালো আর কিছু আমার
শ্বাস প্রশ্বাসের মত ঝড়িয়ে আছো
এখনও মাঝেমাঝে তোমাকে ভাবি
দুজনের সিটে একা বসে থাকি
গরম কফি পুরনো স্মৃতি সাথী
হাত ছুঁটে গেছে কিছুই নেই বাকি
যাকে ছাড়া লাগতো না ভালো একটি মুহূর্ত
আজ ভালো লাগছে না অবহেলার কারন, মানতে কষ্ট
সুষময়ে ছায়ার মত আমার পাশে ছিলে....
Posted: Thursday, September 28, 2017
সুষময়ে ছায়ার মত
আমার পাশে ছিলে সর্বক্ষন
অভিমান ভুলে মুহূর্তে
রাগ ভেঙে যেতো যখন তখন
বহু রাত কথা কাটাকাটি
হার মেনে নিতাম আমি সবসময়
পরদিন ভালোবাসা ঠিকঠাক
ভালোবাসি যে যার মত
আজ জোছনায় রূপোলী চাঁদর গায়ে
ঘুমিয়ে থাকো যখন
একটি একটি করে প্রতিটি তারাগুনে
আমি জেগে আছি তখন
এই বরষায় বৃষ্টির ফোঁটা
তোমায় ভিজিয়ে যাবে যখন
একটি একটি করে প্রতিটি জলকণা
হয়ে আমিও ঝড়ি তখন
হাজার রাত না ঘুমিয়ে কেটে গেলো
তোমার জন্য রাতদিন এলোমেলো
কিছুতে লাগছে না ভালো আর কিছু আমার
শ্বাস প্রশ্বাসের মত ঝড়িয়ে আছো
এখনও মাঝেমাঝে তোমাকে ভাবি
দুজনের সিটে একা বসে থাকি
গরম কফি পুরনো স্মৃতি সাথী
হাত ছুঁটে গেছে কিছুই নেই বাকি
যাকে ছাড়া লাগতো না ভালো একটি মুহূর্ত
আজ ভালো লাগছে না অবহেলার কারন, মানতে কষ্ট
সুষময়ে ছায়ার মত আমার পাশে ছিলে....
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)